Srabanti Chatterjee: বিজেপি ছেড়ে এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন শ্রাবন্তী? জল্পনা জিইয়ে রাখলেন অভিনেত্রী
বৃহস্পতিবার ট্যুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড অভিনেত্রী জানান, বাংলার উন্নয়নে বিজেপির আন্তরিকতার অভাব রয়েছে। সেই কারণে তিনি বিজেপি ত্যাগ করছেন। এরপরই অভিনেত্রী কি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে প্রশ্ন করেন এক সাংবাদিক।
কলকাতা, ১১ নভেম্বর: বিজেপি ছেড়ে এবার কি তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? এমনই গুঞ্জন শুরু হয়েছে টলি টাউনে। যে বিষয়ে স্পষ্টভাবে মুখ না খুললেও, শ্রাবন্তী (Srabanti Chatterjee) যা বললেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছত্রছায়ায় তিনি ভবিষ্যতে আসতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Srabanti Chatterjee: বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার ট্যুইট করে বিজেপি (BJP) ছাড়ার ঘোষণা করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড (Tollywood) অভিনেত্রী জানান, বাংলার উন্নয়নে বিজেপির আন্তরিকতার অভাব রয়েছে। সেই কারণে তিনি বিজেপি ত্যাগ করছেন। এরপরই অভিনেত্রী কি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। যার উত্তরে সম্ভাবনা জিইয়ে রাখেন অভিনেত্রী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেবেন কি না, তা সময়ই বলবে। অর্থাৎবিজেপি ছেড়ে অভিনেত্রীর তৃণমূলে যোগ দেওয়া সময়ের উপর নির্ভর করেছে বলে স্পষ্ট জানান অভিনেত্রী।