Kalimpong Shocker: কালিম্পংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ল ভারতীয় সেনার লরি, নিখোঁজ চালক

শনিবার সকালে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ির সেবক রোডে আসছিল ভারতীয় সেনাবাহিনীর একটি লরি। কালিম্পংয়ের উপর দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ১১টা নাগাদ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে পড়ে যায়।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

কালিম্পং: শনিবার সকালে সিকিমের (Sikim) গ্যাংটক (Gangtok) থেকে শিলিগুড়ির (Siliguri) সেবক রোডে (Sevoke road) আসছিল ভারতীয় সেনাবাহিনীর একটি লরি (Indian Army truck)। কালিম্পংয়ের (Kalimpong) উপর দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ১১টা নাগাদ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে (Teesta River) পড়ে যায় (fell)। গাড়িতে চালক (driver) ছাড়াও একজন যাত্রী (passenger) ছিলেন। লরিটি নদীতে পড়ে যাওয়ার সময় যাত্রীটি কোনওক্রমে তা থেকে লাফ দিয়ে রাস্তার ধারে নেমে পড়লেও চালক বেরোতে পারেননি। যাত্রীটি সামান্য জখম হয়েছেন। এদিকে নদী থেকে লরি ও তার চালককে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে (rescue operations) ভারতীয় সেনা ও কালিম্পংয়ের প্রশাসন।

এপ্রসঙ্গে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অফিশিয়াল কাজে সিকিমের গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সেবক রোডে আসছিল সেনাবাহিনীর ওই লরিটি। কালিম্পংয়ের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তিস্তা নদীতে পড়ে যায়। লরিতে থাকা যাত্রী ঝাঁপ দিয়ে নেমে পড়তে সক্ষম হলেও চালক পারেননি। তাঁর খোঁজে তিস্তা নদীতে নেমে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় ও সেনাবাহিনীর ডুবুরিরা (Army divers)। কালিম্পংয়ের পুলিশ সুপার (SP Kalimpong) এবং রাফটাররাও (rafters) উদ্ধার কাজ আর তল্লাশি অভিযান সাহায্য করছেন। সেনা ও স্থানীয়দের কাছে থাকা ক্রেনের (cranes) সাহায্যে লরিটিকে নদী থেকে তুলে আনার (pulling) চেষ্টা চলছে। আরও পড়ুন: NIA: কলকাতায় গাড়িতে বিস্ফোরক কাণ্ডে গ্রেফতার আরও দুই