উদ্ধার ৯০ টি কচ্ছপ (Photo Credits: Facebook and Pxhere )

কলকাতা, ১১ অক্টোবর: অবৈধভাবে কচ্ছপ (Turtles) বিক্রি বন্ধ হয়েছে কবে। কিন্তু হুঁশ নেই মানুষের। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঠাকুরনগর বাজারে প্রকাশ্য দিনের পর দিন ধরে বিক্রি হচ্ছিল বিপন্ন প্রজাতির কচ্ছপ। খবর পেয়ে শুক্রবার সাত সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বাজারে হানা দেয় বন দফতর। উদ্ধার হয় অনেকগুলি কচ্ছপ। ১ ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। উদ্ধার করা হয়েছে প্রায় ৯০টি জ্যান্ত ইন্ডিয়ান সফট শেল টার্টল প্রজাতির কচ্ছপ।

ঠাকুরনগর বাজারে ভাল কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপ কিনতে বহু দূর থেকে মানুষও আসেন এই বাজারে। ব্যবসা রমরমিয়ে বাড়তে থাকে। পুলিশের কাছে খবর যায় নিষিদ্ধ কারবারের। স্থানীয় গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি স্থানীয় পরিবেশকর্মীদের। শুক্রবার সকালে সেখানেই হানা দেন বনদফতরের কর্মীরা। তারা প্রায় ৯০টি কচ্ছপ উদ্ধার করে। আরও পড়ুন,  বাজি বিপর্যয়ে সরকারের কাছেই ক্ষতিপূরণের দাবি পরিবেশকর্মীদের

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বন দফতরের কর্মীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা। ফেসবুক পেজ থেকে বিষয়টি জানাজানি হয়। তারপরই ততপর হয় বনদফতর। যান এদিনের অভিযান। সংরক্ষিত প্রজাতির প্রাণীর অবৈধ ব্যবসায় জড়িত থাকায় প্রভাস বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন দফতর। তাঁকে বনগাঁ আদালতে পেশ করা হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

CV Ananda Bose: ভাটপাড়ায় গঙ্গা আরতির পর শেখ সাহাজাহানকে নিয়ে কী বললেন রাজ্যপাল বোস! দেখুন ভিডিয়ো

BJP Protest In Nazat: সন্দেশখালিতে ইডির উপর হামলার প্রতিবাদে ন্যাজাট পুলিশ স্টেশনে বিজেপির ডেপুটেশনে উত্তেজনা, দেখুন ভিডিয়ো

Sajahan Sheikh: বাংলাদেশে পালাতে পারেন তৃণমূল নেতা শেখ সাজাহান! লুকআউট নোটিস জারি করে বিএসএফ-কে নজরদারি বাড়ানোর অনুরোধ ইডির

TMC MP Arjun Singh: বিভিন্ন দুর্নীতি নিয়ে নিজের দলের নেতা-নেত্রীদেরই কটাক্ষ অর্জুন সিং-এর! দেখুন কী বললেন ব্যারাকপুরের সাংসদ

Gangetic Turtles: বিভিন্ন প্রজাতির ৯৫৫টি শিশু গাঙ্গেয় কচ্ছপ-সহ ধৃত ৬, দেখুন ছবি

Panihati: অভাবের কাছে মাতৃত্বের পরাজয়, ছয় মাসের শিশুপুত্রকে কত টাকায় বিক্রি করলেন মা

BSF Arrested Bangladeshi Woman: বারাসতে পাচারের চেষ্টা ব্যর্থ, ১ কোটি ৩০ লক্ষ টাকার সোনা নিয়ে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি যুবতী

Army Jawans Died In Barrackpore: প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জের, ব্যারাকপুরে মৃত দুই সেনা জওয়ান