India General Elections 2024 Results: গণনার শুরুতে প্রাথমিকভাবে শত্রুঘ্ন সিনহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়লেন, এগোলেন সায়নী

আসানসোলে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহাকে পিছিয়ে দিয়ে আসানসোলে বিজেপি প্রার্থী এগিয়ে। অন্যদিকে শ্রীরামপুরেও এগিয়ে বিজেপি।

Kalyan Banerjee, Shatrughan Sinha (Photo Credit: Facebook)

কলকাতা, ৪ জুন: মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। মানুষের রায় কোনদিকে, সেদিকে তাকিয়ে গোটা দেশ। সকাল ৮টায় ভোট গণনা শুরু হতেই একটু একটু করে ছবি প্রকাশ্য়ে আসতে শুরু করেছে। তবে পুরোটাই প্রাথমিকভাবে।

আরও পড়ুন: India General Elections 2024 Results: 'টেনশন রয়েছে তবে আমি ১০০ ভাগ আশাবাদী', গণনা শুরু হতেই বললেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

আসানসোলে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহাকে পিছিয়ে দিয়ে আসানসোলে বিজেপি প্রার্থী এগিয়ে। অন্যদিকে শ্রীরামপুরেও এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। আরামবাগেও এগিয়ে বিজপি প্রার্থী। হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যান রথীন চক্রবর্তী। রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। যাদবপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ। সবকিছু মিলিয়ে গণনার প্রথম পর্যায় যত এগোচ্ছে, একটু একটু করে প্রাথমিক ফল সামনে আসতে শুরু করেছে।



@endif