India General Elections 2024 Results: আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এগিয়ে গেলেন ২৬,১৯৭ ভোটে, কালীঘাটে শুরু উৎসব
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন্ড যত পরিষ্কার হতে শুরু করে, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সবুজ আবীর মেখে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে যায় কালীঘাট চত্বর।
কলকাতা, ৪ জুন: আসানসোল কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহা ২৬,১৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। গণনার আরও বেশ কয়েক দফা বাকি থাকলেও, আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা যে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রাথমিক পর্যায়ের তুলনায়, তা কার্যত স্পষ্ট।
দেখুন ট্যুইট...
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন্ড যত পরিষ্কার হতে শুরু করে, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সবুজ আবীর মেখে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে যায় কালীঘাট চত্বর।
দেখুন ভিডিয়ো...
এদিকে মঙ্গল সকালে গণনী শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কালীঘাটে। গণনা শুরুর প্রথম দিকে তিনি কোনও মন্তব্য করেননি। শুধু হাসি মুখে জয়ের চিহ্ন দেখান প্রত্যেকের উদ্দেশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবি পালটাতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে যে ভিকট্রিচিহ্ন দেখান, তা ক্রমশ জয়ের উল্লাসে পরিণত হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের মাঝে।