Suvendu Adhikari: চিকিৎসা করতে ভারতে আসবেন না, করাচিতে যান, চিন্ময়কাণ্ড নিয়ে বাংলাদেশকে হুশিয়ারি শুভেন্দুর

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই উত্তাল বাংলাদেশ। অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়তে থাকে সে দেশে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত করার পর থেকেই উত্তাল বাংলাদেশ। অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়তে থাকে সে দেশে। দেশের যে যে প্রান্তে হিন্দু এলাকা রয়েছে, সেখানেই অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা। এমনকী গত সোমবার ইসকনের সন্ন্যাসী তথা পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী ইউনুস (Muhammad Yunus) সরকার নাকি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করারও হুশিয়ারি দিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে কোনঠাসা সংখ্যালঘুরা। আর সেই কারণে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার রাস্তায় নেমেছে বঙ্গ বিজেপি। এদিন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের (Bangladesh Deputy High Commission) সামনে প্রতিবাদ করেন তাঁরা।

এদিন ডেপুটি হাই কমিশনের দফতরের ভেতরে শুভেন্দু (Suvendu Adhikari) সহ ৮ জনের প্রতিনিধি দল যান। সেখানেই তিনি দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করতে হবে। পেট্রোপোল সহ একাধিক সীমান্ত এলাকায় আমদানি-রপ্তানী বাতিল করতে হবে। এমনকী চিকিৎসা সংক্রান্ত কারণে যাঁরা এদেশে আসছেন, তাঁদেরও মেডিকেল ভিসা বাতিল করতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে সমর্থন জানানোর জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। আগামী সোমবার পেট্রোপোল সীমান্ত অবরোধ করার কথা জানিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, "পড়শি দেশে যেটা চলছে সেটা মোটেও ভালো হচ্ছে না। আর অন্তবর্তী সরকারের কেয়ারটেকার ভারত নিয়ে যে মন্তব্য করছে এর বিরোধীতা হওয়া প্রয়োজন। ওখানে সাধারণ মানুষের সরকার চলছে না। ওখানে জামাতের সরকার চলছে। ওই সরকার জামাত ভাবমূর্তিতে বিশ্বাসী। ওদের যদি এতই আমাদের নিয়ে সমস্যায় থাকে তাহলে চিকিৎসার জন্য কেন ভারতে আসছে। ওরা লাহোর, করাচি বা পাকিস্তানের যেকোনও প্রান্তে গিয়ে চিকিৎসা করাক"।