Exercise Cope India 2023 In Kalaikunda: কুলাইকুন্ডায় চলছে ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া, দেখুন অপূর্ব দৃশ্যের ছবি
মঙ্গলবার থেকে ভারতের বায়ুসেনার তিনটি এয়ারফোর্স স্টেশনে চলছে ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া। তার মধ্যে মঙ্গলবারের মতো বুধবারও পশ্চিমবঙ্গের কলাইকুন্ডাতে হয়ে গেল ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া।
কলাইকুন্ডা: মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতের বায়ুসেনার (IAF) তিনটি এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) চলছে ভারত (India) ও মার্কিন বায়ুসেনার (US Air Force) যৌথ মহড়া। তার মধ্যে মঙ্গলবারের মতো বুধবারও পশ্চিমবঙ্গের (West Bengal) কলাইকুন্ডাতে (Kalaikunda) হয়ে গেল ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া, এক্সাইজ কপস ইন্ডিয়া (Exercise Cope India 2023) ২০২৩-এর দ্বিতীয় পর্যায় (phase 2)।
এই মহড়ায় অংশ নিয়েছিল মার্কিন বি১বি বোম্বার্স (US B1B bombers), এফ-১৫ ফাইটার্স ৯ (F-15 fighters) এবং ভারতের সুখোই ইসইউ-৩০ এমকিআই (India's Sukhoi SU-30 MKI), রাফাল (Rafale), লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস (Light Combat Aircraft Tejas) ও জাগুয়ার জেটস (Jaguar jets)। আগামী ১৩ এপ্রিল দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ মহড়া শেষ হবে।
এদিকে কলাইকুন্ডারের আশেপাশে থাকা বাসিন্দারা দুই দেশের অত্যাধুনিক এই মহড়া দেখে খুবই আনন্দিত। আকাশে পাখির মতো উড়োজাহাজের কেরামতি মোহিত করেছে তাঁদের।