Abhishek Banerjee: ইডির তলব এড়িয়ে দিল্লির আন্দোলনেই থাকছেন, জানালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়
আগামী ৩ অক্টোবর, সকাল সাড়ে ১০টায় লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি।
আগামী ৩ অক্টোবর, সকাল সাড়ে ১০টায় লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এদিকে, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অভিষেকের তখন দিল্লিতে দলের প্রতিবাদ কর্মসূচিতে থাকার কথা। ইডির তলব নাকি দিল্লি সফর- অভিষেক কোনটাকে বেছে নেন সে দিকেই সবার নজর ছিল। আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিষেক জানিয়ে দিলেন, তিনি ২ ও ৩ অক্টোবর দিল্লিতে দলের প্রতিবাদ কর্মসূচিতে থাকবেন। তাই তিনি ৩ অক্টোর ইডির তলবে তাদের দফতরে যেতে পারবেন না।
নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই কথা জানিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা ও আমাদের ন্যায্য অর্থ আদায়ের দাবিতে আন্দোলন জারি থাকবে। আমার আন্দোলনকে দুনিয়ার কোনও শক্তি রুখতে পারবে না। শেষে তৃণমূলের নম্বর টু লেখেন, স্টপ মি ইফ ইউ ক্যান। যাকে বাংলায় করলে দাঁড়ায় পারলে আমায় আটকে দেখান।
দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট (এক্স)
প্রসঙ্গত, সম্পত্তির হিসেব সংক্রান্ত জেরার জন্য অভিষেকের বাবা ও মা-কেও তাদের দফতরে তলব করেছে ইডি।