Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে নি:শব্দ বিপ্লবের দাবি করে আট বছর পূর্তির ধন্যবাদ সাংসদ অভিষেকের
সাংসদ হিসেবে আট বছর পূর্ণ করার জন্য ডায়মন্ড হারবারবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৮ জুন: সাংসদ হিসেবে আট বছর পূর্ণ করার জন্য ডায়মন্ড হারবারবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৪ লোকসভা নির্বাচনে অভিষেককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করান মমতা। তকার আগে সেখানে তৃণমূল সাংসদ ছিলেন সোমেন মিত্র। সেবার সিপিএম প্রার্থী আবুল হাসনাতকে ৭১ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন অভিষেক। এরপর ধীরে ধীরে নিজেকে দলে, নেত্রীর কাছে, সাধারণ মানুষের আস্থা অর্জন করে এই আট বছরে অনেকটা পথ এগিয়েছেন অভিষেক।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি-র অনেক চেষ্টা পরেও অভিষেক অনায়াসে ফের জিতে সাংসদ হন। বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভোটে হারান অভিষেক। আর আজ, শনিবার সাংসদ হিসেবে ৮ বছর পূর্ণ করলেন অভিষেক। আরও পড়ুন : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা, পশ্চিমবঙ্গে বাতিল ৯টি ট্রেন
দেখুন টুইট
তিনি তাঁর কেন্দ্র নি:শব্দে বিপ্লব এনেছেন বলে দাবি করেন তৃণমূলের নম্বর টু। করোনা কালে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল প্রশংসা কুড়িয়েছিল। সম্প্রতি ডায়মন্ড হারবার ক্লাবের আত্মপ্রকাশ করেছেন অভিষেক।