Mamata Banerjee: 'আমিও হিন্দু, তাহলে কেন যেতে দেওয়া হচ্ছে না', রোম সফরে 'না' করার পর কেন্দ্রকে তোপ মমতার

মমতা বলেন, 'তোমরা আমায় আটকাতে পারবে না৷ আমি বিদেশ ভ্রমণের জন্য মুখিয়ে নেই৷ তবে এর সঙ্গে দেশের সম্মান জড়িত৷ তুমি সব সময় হিন্দুদের কথা বলো৷ আমিও একজন হিন্দু মহিলা৷ তাহলে আমাকে রোমে কেন যেতে দেওয়া হল না' ৷

Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম (Rome) সফরে না করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে৷ এরপরই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ শনিবার ভবানীপুরে (Bhabanipur) জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন তিনি৷

মমতা বলেন, 'তোমরা আমায় আটকাতে পারবে না৷ আমি বিদেশ ভ্রমণের জন্য মুখিয়ে নেই৷ তবে এর সঙ্গে দেশের সম্মান জড়িত৷ তুমি সব সময় হিন্দুদের কথা বলো৷ আমিও একজন হিন্দু মহিলা৷ তাহলে আমাকে রোমে কেন যেতে দেওয়া হল না' ৷ রোম সফরে না করে বিদেশ মন্ত্রকের তরফে নবান্নে চিঠি পাঠানোর পর এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM)৷

আরও পড়ুন: Shilpa Shetty: শিল্পা শেট্টির বিরুদ্ধে ফের তেড়ে উঠলেন শার্লিন চোপড়া, করলেন আক্রমণ

তিনি আরও বলেন,  বিশ্ব শান্তি নিয়ে আলোচনার জন্য রোমে আলোচনা সভার আয়োজন করা হয়৷ সেখানেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়৷ যেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল থেকে পোপ ফ্রান্সিস-এর মতো ব্যক্তিত্বরা হাজির হবেন৷ সেখানেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়৷ তাঁর রোম সফরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ইতালির তরফে৷ অথচ শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া হল৷ হিংসার জন্যই তাঁর রোম সফর বাতিল করা হয় বলে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা৷

প্রসঙ্গত, ভাবনীপুর নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় রোম সফরে যাবেন বলে চূড়ান্ত করা হয়৷ ইতালিতে যে অনুষ্ঠানের জন্য মমতাকে আমন্ত্রণ জানানো হয়, তা বাংলার মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে সমাঞ্জস্যপূর্ণ নয়৷ এমনই যুক্ত দেখিয়ে শেষ মুহূর্তে বাতিল করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফর৷