Sankar Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৯ এপ্রিল:  উত্তরবঙ্গ হোক পৃথক রাজ্য। ফের এমন দাবি জানাল বিজেপি।  এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পৃথক রাজ্যে হিসেবে উত্তরবঙ্গের দাবি জানান।  তিনি বলেন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে বলে ২ মে থেকে রাজ্যজুড়ে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।  দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও, উত্তরবঙ্গে তার প্রভাব নেই।  তাহলে কেন উত্তরবঙ্গের স্কুলগুলি বন্ধ থাকবে বলে প্রশ্ন তোলেন শঙ্কর ঘোষ।  পাশাপাশি তিনি আরও বলেন, বহুবার উত্তরবঙ্গকে পৃৃৃথক রাজ্য হিসেবে গড়ে তোলা হোক বলে দাবি জানানো হয়েছে।  প্রত্যেকবার তিনি তার বিরোধিতা করেছেন।  তবে এবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে অনুভব করছেন তিনিও।  এমনও মন্তব্য করেন শঙ্কর ঘোষ। প্রসঙ্গত চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ডান হাত শঙ্কর ঘোষ। বিজেপিতে যোগ দিয়েই নির্বাচনে লড়াই করে বিধায়ক নির্বাচিত হন উত্তরবঙ্গের এই দাপুটে নেতা।

 

এদিকে আগামী কয়েকদিনে গরম বাড়বে। তাপপ্রবাহ হতে পারে দিল্লি এনসিআর-সহ দেশের বেশ কিছু রাজ্যে। আগামী ১ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ চলবে। এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজস্থান (Rajasthan), দিল্লি (Delhi), হরিয়ানা, উত্তরপ্রদেশ (UP) এবং ওড়িশায় (Odisha) তারপ্রবাহ চলবে। ওই ৫ রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলেও সতর্কতা জারি করে আবহাওয়া দফতর (IMD)।

আরও পড়ুন: Heatwave: তাপপ্রবাহের ইঙ্গিত ৫ রাজ্যে, ৪৫ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, বঙ্গেও বাড়বে গরম, সতর্কতা

এই ৫ রাজ্যের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাও.য়া দফতরের তরফে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

LokSabha Elections 2024: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! নির্বাচনী বিধিভঙ্গের দায়ে প্রাক্তন বিচারপতির হাতে শো-কজ নোটিশ ধরাল নির্বাচন কমিশন

Giriraj Singh On Mamata Banerjee: 'বাংলাকে মুসলিম রাজ্যে পরিণত করার চেষ্টায় মমতা', মন্তব্য গিরিরাজের

Bomb Blast Threat In Kanpur School: বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, ভয়ে কাঁপছে ১০টি স্কুল

Mamata Banerjee: 'NRC হতে দেব না', বনগাঁর জনসভা থেকে স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেজরিওয়ালের জামিনে বেজায় খুশি মমতা, কাছের কেজরিকে নিয়ে দিদি দিলেন বড় বার্তা

Shocking Video: বাড়িতে নামানোর নাম করে অটোর মধ্যেই স্কুল পড়ুয়ার শ্লীলতাহানি চালকের, দেখুন ভিডিয়ো

West Bengal: কয়েক ঘণ্টার স্বস্তির বৃষ্টি প্রাণ কাড়ল ১২ জনের, শোকাহত মুখ্যমন্ত্রীর সমবেদনা নিহতদের পরিবারকে

CV Ananda Bose: ভগবানের পক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো কঠিন হবে, যৌন হেনস্থা কাণ্ডের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ রাজ্যপালের