Governor CV Ananda Bose: উপাচার্যদের বৈঠকের আগে বিক্ষোভের মুখে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে উঠল 'গো ব্যাক' স্লোগান (দেখুন ভিডিও)
রাজ্যের অনুমোদনহীন উপাচার্যদের নিয়ে এই বৈঠক ভাল চোখে দেখছে না সরকার। তাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি আগে থেকেই শুরু করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও বিক্ষোভ দেখাতে সকাল থেকেই বিভিন্ন কলেজের কয়েকশো ছাত্র ছাত্রীর জমায়েতও দেখা গিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
রাজ্যের এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেই সূত্রে উত্তরবঙ্গ সফর চলাকালীন বাগডোগরা পৌছে গিয়েছিলেন তিনি।তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই কার্যত ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তাকে কালো পতাকা দেখান, এমনকি তাদের গলায় গো ব্যাক স্লোগানও শোনা যায়। এরপরে কার্যত গাড়ি নিয়ে ছোটেন নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভের মধ্যে দিয়েই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন সি ভি আনন্দ বোস।
রাজ্যের অনুমোদনহীন উপাচার্যদের নিয়ে এই বৈঠক ভাল চোখে দেখছে না সরকার। তাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি আগে থেকেই শুরু করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও বিক্ষোভ দেখাতে সকাল থেকেই বিভিন্ন কলেজের কয়েকশো ছাত্র ছাত্রীর জমায়েতও দেখা গিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
দেখুন সেই ভিডিও-