G20 Delegates In Darjeeling: জি২০ বৈঠকের ফাঁকে গাছ থেকে চা পাতা তুলছেন প্রতিনিধিরা, দেখুন দার্জিলিংয়ের ভিডিয়ো

শনিবার থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে শুরু হয়েছে জি২০ টুরিজম ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। তার প্রথম দিন সন্ধ্যায় বৈঠকের অবসরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা চা বাগানে গিয়ে চা পাতা তোলার প্রক্রিয়া চোখে দেখার পাশাপাশি নিজেরাই গাছ থেকে চা পাতা তোলেন।

Photo Credits: ANI

দার্জিলিং: শনিবার থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) দার্জিলিংয়ে (Darjeeling) শুরু হয়েছে জি২০ টুরিজম ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক (Second G20 Tourism Working Group Meeting)। তার প্রথম দিন সন্ধ্যায় বৈঠকের অবসরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা চা বাগানে গিয়ে চা পাতা তোলার (tea plucking) প্রক্রিয়া চোখে দেখার পাশাপাশি নিজেরাই গাছ থেকে চা পাতা তোলেন। তাঁদের সঙ্গে ছিলেন ভারতের পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডিও (Union Tourism Minister G Kishan Reddy)।

পরে এপ্রসঙ্গে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি বলেন,"পর্যটন (tourism) নিয়ে আমাদের দ্বিতীয় বৈঠক দার্জিলিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। জি২০-র প্রতিনিধিদের (G20 delegates) জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা (experience)। এই ঘটনার পর এখানে যে সব মানুষ কাজ করেন তাঁরা উৎসাহিত (encouragement) হবেন। আগামী বছরগুলিতে চা-কে কেন্দ্র করে পর্যটন (Tea tourism) আরও বাড়বে। "