Bengal Assembly Bypolls 2024 Results: তৃণমূলের আধ ডজন জয়ে মার্জিনে নয়া নজির, হাড়োয়া থেকে সিতাইয়ে রেকর্ড ভোট পেলেন দিদির প্রার্থীরা, এক নজরে ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল
আরজিকর কাণ্ডের পর হওয়া রাজ্যের প্রথম ভোটে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সাংগঠিনক শক্তি, প্রচারে ঝড়, বিরোধীদের ছন্নছাড়া অবস্থার সুযোগ কাজে লাগিয়ে গত বুধবার হওয়া রাজ্যের ৬ বিধানসভা আসনেই জিতলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থীরা।
Bengal Assembly Bye Elections 2024 Results: আরজিকর কাণ্ডের পর হওয়া রাজ্যের প্রথম ভোটে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সাংগঠিনক শক্তি, প্রচারে ঝড়, বিরোধীদের ছন্নছাড়া অবস্থার সুযোগ কাজে লাগিয়ে গত বুধবার হওয়া রাজ্যের ৬ বিধানসভা আসনেই বড় ব্যবধানে জিতলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থীরা। নারী সুরক্ষা আন্দোলনমে কোণঠাসা থেকেও ভোটের রাজনীতিতে আরও একবার বিরোধীদের উড়িয়ে দিলেন দিদি। ৬টি বিধানসভা আসনেই তৃণমূলের প্রার্থীরা গতবারের চেয়ে বেশী ব্যবধানে জিতলেন।
যে মাদারিহাটে তৃণমূল কখনও জেতেনি, সাংসদ মনোজ টিগ্গার আলিপুরদুয়ারের সেই আসনেও অনায়াসে জিতলেন দিদির প্রার্থী। যেমন জুলাইয়ে রায়গঞ্জ বিধানসভা আসনে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছিল রাজ্যের শাসক দল। ৬টি বিধানসভা আসনের মধ্যে সিতাই ও হাড়োয়ায় তৃণমূলের প্রার্থীদের জয়ের মার্জিন রেকর্ড গড়েছে। প্রয়াত হাজি নুরুল ইসলামের হাড়োয়ায় জোড়া ফুল প্রার্থী শেখ রবিবুল ইসলাম প্রায় ৭৭ শতাংশ ভোট পেয়েছেন। দিলীপ ঘোষের মেদিনীপুরেও তৃণমূল অনায়াসে জিতেছে। সাংসদ অরূপ চক্রবর্তীর তালডাংরাতেও তিন বছর আগের চেয়ে বেশী ভোটে জিতেছে তৃণমূল। আরও পড়ুন-ভোটের বাংলা ফের দিদিময়, উপভোটে মমতার ছক্কা, তৃণমূলের ১০-০ ধরাশায়ী বিজেপি, আরও তলিয়ে সব আসনে জামানত জব্দ বামেদের
এক নজরে ৬ আসনের উপভোটে তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিন-
হাড়োয়া: প্রায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জয়ী (গতবারের চেয়ে প্রায় ৫০ হাজার বেশী)।
সিতাই: প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটের ব্যবধানে জয়ী (গতবারের চেয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার বেশী)।
নৈহাটি: প্রায় ৪৯ হাজার ২৭৭ ভোটের ব্যবধানে জয়ী (গতবারের চেয়ে প্রায় ৩০ হাজার বেশী ভোটের ব্যবধানে জয়ী)
তালডাংরা: প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী (গতবারের চেয়ে প্রায় ২২ হাজার বেশী)
মেদিনীপুর: প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী (গতবারের চেয়ে প্রায় ৯ হাজার বেশী)
মাদারিহাট: প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে (গতবার এই আসনটি ছিল বিজেপির দখলে)
*গতবার বলতে, ২০২১ বিধানসভা নির
---
এক নজরে ৬টি আসনের ফল
নৈহাটি (উত্তর ২৪ পরগণা)
২০২৪ বিধানসভা উপ-নির্বাচনের ফল: তৃণমূল প্রার্থী সনৎ দে প্রায় সাড়ে ৪৯ হাজার ২৭৭ ভোটের ব্যবধানে জয়ী। দ্বিতীয় বিজেপির রূপক মিত্র (২৯ হাজার ৪৯৫টি ভোট) । বাম সমর্থিত লিবারেশন প্রার্থী দেবজিত মজুমদার পেয়েছেন মাত্র ৭ হাজার ৫৯৩টি ভোট।
প্রার্থীরা
তৃণমূল: সনৎ দে
বিজেপি: রুপক মিত্র
বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)
কংগ্রেস: পরেশনাথ সরকার
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী
--------------------
হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)
২০২৪ বিধানসভা উপ-নির্বাচনের ফল: তৃণমূলের শেখ রবিবুল ইসলাম ১ লক্ষ ৩১ হাজার ভোটের মার্জিনে জয়ী (প্রায় ৭৭ শতাংশ ভোট পান)। দ্বিতীয় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম (২৫,৬৮৪ ভোট), তৃতীয় বিজেপির বিমল দাস (১৩ হাজার ৫৭০) জামানত জব্দ হয়েছে। কংগ্রেসের হাবিব রেজা চৌধুরী মাত্র ১.৮৪ শতাংশ ভোট পেয়েছেন।
প্রার্থীরা ছিলেন
তৃণমূল: শেখ রবিবুল ইসলাম
আইএসএফ: পিয়ারুল ইসলাম
বিজেপি: বিমল দাস
কংগ্রেস: হাবিব রেজা চৌধুরী
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি শেখ রবিবুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী
-------------
মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)
২০২৪ বিধানসভা উপ-নির্বাচনের ফল: তৃণমূল প্রার্থী সুজয় হাজরা প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী। দ্বিতীয় বিজেপির শুভজিত রায় (৮১ হাজার ১০৮টি ভোট)। তৃতীয় হওয়া সিপিআই প্রার্থী মণি কুন্তল খামরুই মাত্র ৫.৫২ শতাংশ ভোট পেয়েছেন।
প্রার্থীরা ছিলেন
তৃণমূল: সুজয় হাজরা
বিজেপি: শুভজিত রায়
বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)
কংগ্রেস: শ্যামল ঘোষ
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী
---------------------
তালডাংরা (বাঁকুড়া)
২০২৪ বিধানসভা উপনির্বাচনের ফল: তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রায় ৩৪ হাজার ভোটে জয়ী। বিজেপি প্রার্থী অনন্যা রায় চৌধুরী ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তি মাত্র ১৯ হাজারের মত ভোট পেয়েছেন। গতবারের চেয়ে এই কেন্দ্রে সিপিএমের ভোট কমেছে ৪ হাজার। তৃণমূলের জয়ের মার্জিন বেড়েছে প্রায় সাড়ে ২১ হাজার।
তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু
বিজেপি: অনন্যা রায়চৌধুরী
বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)
কংগ্রেস: তুষার কান্তি সান্নিগ্রাহি
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে
------------------
মাদারিহাট (আলিপুরদুয়ার)
২০২৪ বিধানসভা উপ-নির্বাচনের ফল: তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো জয়ী ২৮ হাজারের বেশী ব্যবধানে। দ্বিতীয় স্থানে বিজেপির রাহুল লোহার ৩৪ শতাংশ ভোট পান। আরএসপির পাদাম ওঁরাও-কে চতুর্থ ঠেলে তৃতীয় হয়েছেন নির্দল প্রার্থী বুধিমান লামা (তামাং)। তিন বছরের মধ্যে এই আসনে বিজেপির ভোট কমেছে প্রায় ১১ হাজার।
তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো
বিজেপি: রাহুল লোহার
বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)
কংগ্রেস: শ্যামল ঘোষ
নির্দল: বুধিমান লামা
২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে।
এই প্রথমবার মাদারিহাট বিধানসভা আসনে জিতল তৃণমূল। গত দুটি বিধানসভা আসনে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা।
----------------
সিতাই (কোচবিহার)
২০২৪ বিধানসভা উপ-নির্বাচনের ফল: সিতাইয়ে তৃণমূল প্রার্থীর সঙ্গীতা রায় জয়ী ১ লক্ষ ৩০ হাজারের বেশী ভোটে। দ্বিতীয় বিজেপি, তৃতীয় কংগ্রেস, চতুর্থ ফরওয়ার্ড ব্লক।
তৃণমূল: সঙ্গীতা রায়
বিজেপি: দীপক রায়
বামফ্রন্ট: অরুণ কুমার বর্মা
কংগ্রেস: হরিহর রায় সিংহ
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে