Buddhadeb Bhattacharjee Health Update: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের পরিস্থিতি জানতে শুনলেন খবর

করোনা ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ বেড়েছে অক্সিজেন স্যাচুরেশন৷ মিনিটে ২ লিটার করে অক্সিজেন টানছেন তিনি৷ রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে৷

বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ৩১ মে: করোনা ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ বেড়েছে অক্সিজেন স্যাচুরেশন৷ মিনিটে ২ লিটার করে অক্সিজেন টানছেন তিনি৷ রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে৷ এখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৬৷ হৃদস্পন্দনও বেড়েছে, প্রতি মিনিটে তাঁর হার্টবিট ৬৪৷ প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক৷ রবিবার রাতে কথা বলছেন৷ খাবার খেয়েছেন৷ এমনকী রাজ্যের পরিস্থিতি জানতে খবর দেখার আবদার করলে আইসিইউ-তে নিউজ চ্যানেল চালানোর বন্দোবস্তও করা হয়৷ কিছুক্ষণ খবর দেখার পর তিনি খবর শোনেন৷ গত ১৮ মে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে পাম অ্যাভিনিউর বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷  আরও পড়ুন-Central Vista Update: করোনাকালে চলবে সেন্ট্রাল ভিস্তার কাজ, রায় দিল্লি হাইকোর্টের

দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ প্রথমে তাঁর অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল৷ পরের দিকে শুকনো কাশি শুরু হলে বুদ্ধবাবুকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়ার মনস্থ করেন কর্তব্যরত চিকিৎসকরা৷ সেই কোর্স ইতিমধ্যেই শেষ হয়েছে৷ স্টেরয়েডের মাত্রাও কমানোর চেষ্টা চলছে৷ ইঞ্জেকশনের বদলে এবার হয়তো ওষুধাকারে স্টেরয়েড দেওয়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ একইভাবে শুকনো কাশির কারণ জানতে তাঁর বুকের এক্সরে হলে রিপোর্টে কোনও খারাপ পরিস্থিতির প্রমাণ মেলেনি৷ বরং আগের থেকে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি৷ সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারেন বুদ্ধবাবু৷



@endif