Dogs Poisoned To Death: মর্মান্তিক! খাস কলকাতায় ৫টি কুকুরছানাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

মর্মান্তিক ঘটনা কলকাতায়। ৫টি কুকুরছানাকে (Puppy) বিষ খাইয়ে হত্যার অভিযোগ। রামদান খাঁ লেনের ঘটনা। আজ সকালে ৫টি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় জোড়াবাগান (Jorabagan) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পশু প্রেমী সংগঠনের তরফে। অভিযোগের প্রেক্ষিতে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Indian Puppy (Pixabay)

কলকাতা, ১৭ নভেম্বর: মর্মান্তিক ঘটনা কলকাতায়। ৫টি কুকুরছানাকে (Puppy) বিষ খাইয়ে হত্যার অভিযোগ। রামদান খাঁ লেনের ঘটনা। আজ সকালে ৫টি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় জোড়াবাগান (Jorabagan) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পশু প্রেমী সংগঠনের তরফে। অভিযোগের প্রেক্ষিতে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, কুকুরছানাগুলির উপর অত্যাচার করে ও তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগে সরব হয় পশুপ্রেমীরা। খুনের ঘটনায় স্থানীয় এক শ্রমিকের দিকে সন্দেহের আঙুল তোলেন তাঁরা। জোড়াবাগান থানায় বিক্ষোভও চলে। আরও পড়ুন: Mamata Banerjee: পয়লা জানুয়ারি রাজ্য জুড়ে পালিত হবে ছাত্র দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশ কুকুরছানাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।