ICC World Cup 2019: বিশ্বকাপ ক্রিকেটে বেটি চক্র সক্রিয় শহরে, গ্রেফতার ৫ জন

Representational Image (Photo Credits: Pixabay)

কলকাতা, ২২ জুন, ২০১৯: ইংল্যান্ডে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup) নিয়ে বেটিং করার অভিযোগে শুক্রবার পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিস।  প্রথমে হুগলির  রিষড়া থেকে দুজনকে গ্রেফতার করে।ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে বেটিং (Betting)করার অভিযোগ উঠেছে ৫০ বছরের সঞ্জয় সোনি এবং ২২ বছরের শিবু কুমার শ-এর বিরুদ্ধে।

ধৃতদের বিরুদ্ধে ১২০বি ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৪২০ (প্রতারণা এবং জালিয়াতি) ধারায় এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইজ কম্পেটিশন অ্যাক্ট-এর আওতায় পোস্তা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।পুলিস জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত দু’জন ঘটনার সঙ্গে যুক্ত থাকা আরও কয়েকজনের নাম বলেছে।পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, “গ্রেফতার হওয়া দু’জনের কথার ভিত্তিতে বিনোদ কামারিয়া (৫৮), বিজয় মালিক (৪২), এবং দীপক সোনি (৪৮) কে লেকটাউন এবং বাঙ্গুর থানা থেকে গ্রেফতার করা হয়েছে”। আরও পড়ুন, মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগ কলকাতা পুলিসের কনস্টেবলের বিরুদ্ধে

গ্রেফতার হওয়া পাঁচজনের কাছ থেকে ৮৮০০০ টাকা নগদ, একটি টিভি সেট, আটটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।



@endif