সল্টলেকের এএমপি মলে আগুন, ঘটনাস্থানে দমকলের ৯টি ইঞ্জিন

আগুন লাগল সল্টলেকের (Saltlake) এএমপি বৈশাখি মলে(AMP Baisakhi Mall)। মলটির বেসমেন্টে আগুন লাগে। আগুন লাগর খবর পেয়েই ঘটনাস্থানে এসেছে দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। বেসমেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ইতিমধ্যেই বেসমেন্ট (Basement) থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে। জানা যাচ্ছে, আগুনে এখনও পর্যন্ত প্রায় ৫টি গাড়ি ভস্মীভূত। বেসমেন্টে সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল৷ তা থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান৷

প্রতীকী ছবি (Photo: pexels)

কলকাতা, ৩ অক্টোবর: আগুন লাগল সল্টলেকের (Saltlake) এএমপি বৈশাখি মলে(AMP Baisakhi Mall)। মলটির বেসমেন্টে আগুন লাগে। আগুন লাগর খবর পেয়েই ঘটনাস্থানে এসেছে দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। বেসমেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ইতিমধ্যেই বেসমেন্ট (Basement) থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে। জানা যাচ্ছে, আগুনে এখনও পর্যন্ত প্রায় ৫টি গাড়ি ভস্মীভূত। বেসমেন্টে সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল৷ তা থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান৷

জানা যাচ্ছে, বহুতল মলটির বেসমেন্টে রয়েছে পার্কিংয়ের জায়গা। দুপুরে সেখানেই আগুন চোখে পড়ে মলের কর্মীদের। প্রচুর গাড়ি ও দাহ্য পদার্থ মজুত কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় থানা ও দমকলে। পাশাপাশি মলটি খালি করে দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন সেখানে যায়। পরে আরও ৭টি ইঞ্জিন আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জানা যাচ্ছে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বেসমেন্টের ভেতরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। মাস্ক পরে তাঁরা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আরও পড়ুন: এবার গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করলেই দিতে হবে ৫০ হাজার জরিমানা!

কয়েকদিন আগেই বিধ্বংসী আগুনে পুড়ে যায় খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের একাংশ। সেখানেও বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়।