Hooghly Clash: ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হুগলিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহা রেড্ডির নেতৃত্বাধীন ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হুগলি জেলায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে।
হাওড়া: পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি (Former Patna High Court Chief Justice) নরসিংহা রেড্ডির (Narasimha Reddy) নেতৃত্বাধীন ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে (Six-member fact-finding team) হুগলি জেলায় (Hooghly district) ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, রবিবার দুপুরে তারা যখন দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে নবান্ন টোল প্লাজার (Nabanna toll plaza) কাছে আসে তখন তাদের গাড়িকে আটকে দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। যাতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হুগলি জেলায় প্রবেশ করতে না পারে।
এপ্রসঙ্গে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহা রেড্ডি সংবাদসংস্থা এএনআইকে জানান, পুলিশ জানিয়েছে ওই এলাকায় সিআরপিসি-র ১৪৪ ধারা (CrPC,section 144) জারি (imposed) করা আছে তাই ওখানে যেতে দেওয়া যাবে না। কিন্তু, বাস্তবে এখানে কিছুই নেই। ওদের মুখোশ সবার সামনে খুলে যাবে বলে ওরা ভয় পাচ্ছে।
এর আগে শুক্রবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) নেতাদেরও হুগলি জেলার হিংসা কবলিত রিষড়া শহরে (Rishra town) ঢুকতে বাধা দিয়েছিল পুলিশ। এপ্রসঙ্গে ওই প্রতিনিধি দলে থাকা আইএসএফের একজন নেতা এএনআইকে জানিয়ে ছিলেন, এখানে পরিস্থিতি খারাপ নেই। কিছু রাজনৈতিক শক্তি হিংসা ও অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। রিষড়ার স্থানীয় মানুষরা শান্তিপ্রিয় ও ঐক্যবদ্ধ রয়েছেন কিন্তু কিছু মানুষ এখানে গণ্ডগোল ও অশান্তি পাকানো চেষ্টা করেছিল। আমাদের লক্ষ্য ছিল রিষড়ায় গিয়ে সেখানকার প্রশাসনের সঙ্গে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে কথা বলার। আমরা আমাদের সংবিধানকে বিশ্বাস করি এবং এর জন্য প্রচুর গর্ব অনুভব করি। তাই যদি প্রশাসন আমাদের নির্দিষ্ট কোনও জায়গায় যেতে নিষেধ করে তাহলে তা নিয়ে ঝামেলা করব না ও আইন নিজেদের হাতে তুলে নেব না।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)