West Bengal: পুজোর পর ভোট পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে, জানাল নির্বাচন কমিশন

রাজ্যের বাকি ৪ কেন্দ্র গোসবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দহে উপনির্বাচন পুজোর পর৷ তবে ভবানীপুরের সঙ্গে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট পুজোর আগেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বর৷

Election (Photo Credit: File Photo)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হলেও, রাজ্যের (West Bengal) বাকি ৪ কেন্দ্র গোসবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দহে উপনির্বাচন পুজোর পর৷ ৩০ অক্টোবর ওই ৪ কেন্দ্রের ভোট হবে৷ ২ নভেম্বর ফল ঘোষণা৷

এদিকে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে ক্রমশ পারদ চড়তে শুরু করেছে প্রায় গোটা রাজ্যে৷ ৩০ সেপ্টেম্বর ভোটের আগে রবিবার ছিল ভবানীপুরের শেষ প্রচার৷ ফলে সবকটি রাজনৈতিক দলই জোর কদমে তাদের প্রচার শেষ করে৷ প্রসঙ্গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে উপনির্বাচন৷

আরও পড়ুন: Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাবের জের, মুষলধারে বৃষ্টির ভয়ে তেলাঙ্গানায় ছুটি ঘোষণা সরকারের

ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজিব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷