WB By-Election 2024: সময় নষ্ট না করে দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন, রয়েছে রাজ্যের চার বিধানসভাও

১০ জুলাই দেশের ছয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে। বাংলার এই চারটি বিধানসভা কেন্দ্র হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগণার বাগদা এবং কলকাতার মানিকতলা

Vote (Photo Credit: ANI/Twitter)

লোকসভা ভোট মিটতে না মিটতেই সাত রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। গতকাল রবিবারই এনডিএ জোটের সমর্থনে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সোমবারই ৭ রাজ্য মিলিয়ে মোট ১৩টি ফাঁকা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন। জাতীয় নির্বাচন কমিশন বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গ (West Bengal), বিহার (Bihar), তামিলনাড়ু (Tamil Nadu), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), পাঞ্জাব (Punjab) এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের শূন্যপদ পূরণের জন্যে উপ-নির্বাচন হবে। ভোটের ফলাফল গণনা হবে ১৩ জুলাই।

১০ জুলাই দেশের ছয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের (West Bengal By-Election 2024) চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে। বাংলার এই চারটি বিধানসভা কেন্দ্র হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগণার বাগদা এবং কলকাতার মানিকতলা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভায় তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। কেন্দ্রগুলো বিধায়ক শূন্য হয়ে যাওয়ায় উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি ওই সমস্ত বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এছাড়া কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পান্ডে মারা যাওয়ার পর কিছু আইনি জটিলতার কারণে সেখানে উপনির্বাচন সম্ভব হয়নি এতদিন। প্রায় ২ বছর ধরে ওই কেন্দ্রে বিধায়কের আসন ফাঁকা রয়েছে। তবে এখন সেই আইনি জট কেটে যাওয়ায় উপনির্বাচন সম্ভব হচ্ছে।

১৩টি বিধানসভায় উপ-নির্বাচন... 

বাংলার চার বিধানসভা কেন্দ্র ছাড়া দেশের যে সমস্ত রাজ্যের বিধানসভায় উপনির্বাচন হবে ১০ জুলাই সেগুলি হল- বিহারের রুপাউলি, তামিলনাড়ুর বিক্রাবন্দি, মধ্যপ্রদেশের অমরওয়ারা, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম। এছাড়া রয়েছে উত্তরাখণ্ডের দুটি বিধানসভা কেন্দ্র। বদ্রিনাথ এবং মঙ্গলাউর। হিমাচল প্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্র। দেহরা, হামিরপুর, নালাগড়।