Abhishek Banerjee: 'মাথা উঁচু করে যাবেন, রাজনৈতিক স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির সমন'

তৃণমূল কংগ্রেসের সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে। শুধু বাংলায় নয়, দিল্লি, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ৩০ অগাস্ট: কয়লাকাণ্ডে ফের সমন পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় ইডির অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল কংগ্রেস সাংসদকে। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হতেই মুখ খোলেন সৌগত রায়।

তৃণমূল কংগ্রেসের সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন,  রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে। শুধু বাংলায় নয়, দিল্লি, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ইডিকে নিয়ে কী হচ্ছে, তা দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। ফলে কেন্দ্রের অধীনে না রেখে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যাতে পৃথক সংস্থা হিসেবে গড়ে তোলা হয়, তৃণমূল কংগ্রেসের সেই দাবির সঙ্গে দেশের মানুষও সহমত পোষণ করবেন বলে দাবি করেন সৌগত রায়।

আরও পড়ুন:  Jammu And Kashmir: উত্তপ্ত জম্মু কাশ্মীর, গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেও সমন পাঠানো হয়েছে। আগের বারের মত এবারও মাথা উঁচু করে ইডির দফতরে হাজির হবেন অভিষেক। এমন মন্তব্য করেন সৌগত রায়। তিনি আরও বলেন, ইডিকে সমস্ত ধরনের সহায়তা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।  এটা রাজনৈতিক স্বার্থসিদ্ধি ছাড়া অন্য কিছু নয় বলেও মন্তব্য করেন সৌগত রায়। ইডি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাচ্ছে, তার তীব্র বিরোধিতা করা হচ্ছে বলেও মঙ্গলবার সন্ধ্য়ায় মন্তব্য করতে শোনা যায় তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে।