EC Sends Notice to Dilip Ghosh: 'জায়গায় জায়গায় শীতলকুচি', এই মন্তব্যে দিলীপ ঘোষকে নোটিস নির্বাচন কমিশনের

শীতলকুচিকাণ্ডে মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিস নির্বাচন কমিশনের। আগামীকাল ১০টার মধ্যে নোটিসের জবাব দিতে হবে। তাঁর মন্তব্য 'মডেল কোড অফ কন্ডাক্ট'-র উলঙ্ঘন করেছেন বলে কমিশনের দাবি। "জায়গায় জায়গায় শীতলকুচি", মন্তব্যের জেরেই তাঁকে নোটিস পাঠায় কমিশন।

দিলীপ ঘোষ (Photo Credit- Facebook)

কলকাতা, ১৩ এপ্রিল: শীতলকুচিকাণ্ডে (Sitalkuchi) মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নোটিস নির্বাচন কমিশনের (Election Commission)। "জায়গায় জায়গায় শীতলকুচি", মন্তব্যের জেরেই তাঁকে নোটিস পাঠায় কমিশন। তাঁর মন্তব্য 'মডেল কোড অফ কন্ডাক্ট' উলঙ্ঘন করেছে বলে কমিশনের দাবি। আগামীকাল সকাল ১০টার মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে হবে।

এদিকে, নির্বাচন কমিশন আজ বিজেপি নেতা রাহুল সিনহাকে (Rahul Sinha) প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। "চার নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল," মন্তব্যের জেরেই তাঁকে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী ৪৮ ঘণ্টা তিনি কোনও ধরনের নির্বাচনী প্রচার করতে পারবেন না। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিতর্কিত মন্তব্যের জেরে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এর বিরোধিতায় আজ ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আজকের দিনটিকে 'গণতন্ত্রের কালো দিন' বলে কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন, প্রচারে নিষেধাজ্ঞা, সিদ্ধান্তের প্রতিবাদে আজ ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু দিলীপ ঘোষ, রাহুল সিন্হাই নন, শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুও। তিনি বলেন, "বেশি খেলা খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।" রাহুল সিন্হা, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন তোলে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দোপাধ্যায়ের ওপর প্রচারে নিষেধাজ্ঞার পর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনে তৃণমূল।

এদিকে প্রচারের নিষেধাজ্ঞার বিরোধিতায় বেলা ১২টা থেকে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। রাত ৮টার পর জোড়া জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিকে নির্বাচনের ৭২ঘণ্টা আগে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। সেইমতো প্রচারের জন্য মাত্র কয়েক ঘণ্টাই সময় পাবেন মুখ্যমন্ত্রী।



@endif