RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্তের স্বার্থে সিজিওতে মিনাক্ষী, সিবিআই দফতরে ঢোকার মুখে কী জানালেন যুবনেত্রী?
গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় শুরু থেকেই নির্যাতিতার পরিবারের পাশে ছিলেন মিনাক্ষী।
কলকাতাঃ এ বার আর জি কর কাণ্ডের (RG Kar Case)তদন্তের স্বার্থে সিপিএমের (CPIM)যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI)-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে(Meenakshi Mukherjee) কে তলব সিবিআইয়ের(CBI)। আজ, বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) হাজিরার নির্দেশ দেওয়া হয় ডিওয়াইএফআই নেত্রীকে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলেন, বেলায় সিজিও কমপ্লেক্সে যাবেন মিনাক্ষী। সেই মতো বেলা ১১ টায় সিজিওতে গেলেন যুবনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন এক আইনজীবী। সিবিআই দফতরে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে মিনাক্ষী জানান, তদন্তে সহযোগিতা করতে তাঁকে ডাকা হয়েছে। এ দিন তিনি বলেন, "তদন্তের স্বার্থে যাতে সুবিচার পান তার জন্য সবরকম সাহায্য করব।" প্রসঙ্গত, গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় শুরু থেকেই নির্যাতিতার পরিবারের পাশে ছিলেন মিনাক্ষী। বামেদের তরফে একাধিকবার দাবি করা হয়েছে মিনাক্ষীই নির্যাতিতার দ্রুত দাহ করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। হাসপাতালে শববাহী গাড়ি আটকে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি। এই ছবিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। এমনকী এই প্রসঙ্গে নিহত চিকিৎসকের কাকিমার মুখেও শোনা গিয়েছিল মিনাক্ষীর নাম। দেহ আটকানোর অনুরোধ জানান মিনাক্ষী, এ কথা সংবাদমাধ্যমকে জানান নির্যাতিতার পরিবারের ওই সদস্যা।वामपंथी नेता मीनाक्षी मुखर्जी को CBI का समन, कोलकाता कांड मामले में होगी पूछताछ #MeenakshiMukherjee https://t.co/DffTdJgcmT