Durgapuja 2023: কলকাতার বুকে এক টুকরো কাশীধাম, বকুলবাগানে মোক্ষ লাভের গল্প শোনাবেন অদিতি (দেখুন পোস্ট)
এবার বকুল বাগানে মোক্ষ থিমের মধ্যে দিয়ে অদিতি তুলে ধরবেন বাঙালির চিরন্তন বেনারস কাশীকে। সেখানকার ইতিহাস, খাওয়াদাওয়া, শাড়ি পোশাক, সংস্কৃতি সব মিশে যাবে অদিতির সৃষ্টিতে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমা গড়বেন দীপেন সঙ্গে বিশেষ ছোয়া থাকবে অদিতির
পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-
বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব-২০২৩
দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো পুজো বকুল বাগান সার্বজনীন। এবার ৯৬ বছর পূর্ণ করতে চলেছে এই পুজো। এ পুজো থিমে তেমন বিশ্বাসী ছিল না। তাই পুজো হত সাধারণ প্যান্ডেল গড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে এই পুজোও ঢুকে পড়েছে থিমের ভিড়ে।৯৬ তম বর্ষে এবারের নিবেদন মোক্ষ। সমগ্র থিম ভাবনায় রয়েছেন শিল্পী অদিতি। কলকাতার পুজোয় থিম শিল্পীদের মধ্যে কোন মহিলা ছিলেন না, সেই পুরুষ শিল্পীদের ভিড়ে প্রথম চমক দিয়েছিলেন তিনি। এবার বকুল বাগানে মোক্ষ থিমের মধ্যে দিয়ে অদিতি তুলে ধরবেন বাঙালির চিরন্তন বেনারস কাশীকে। সেখানকার ইতিহাস, খাওয়াদাওয়া, শাড়ি পোশাক, সংস্কৃতি সব মিশে যাবে অদিতির সৃষ্টিতে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমা গড়বেন দীপেন সঙ্গে বিশেষ ছোয়া থাকবে অদিতির। আবহ করছেন দীপময়।