Durga Puja 2025: টালা প্রত্যয়, একডালিয়া থেকে শ্রীভূমি, বেহালা ক্লাব, এবার কলকাতার সেরা ১২টি পুজোর থিমে কী থাকছে
একেবারে দোরগড়ায় এসে পড়েছে বাঙালির সবচেয়ে বড় উতসব- দুর্গাপুজো। এবার শহর কলকাতায় একেবারে চমকপ্রদ সব পুজো অপেক্ষা করে আছে। শহরের পুজো উদ্যোক্তারা এবার যেন সবকিছু ঢেলে নিজেদের সেরাটা দিচ্ছেন। কোথাও AI, তো কোথাও আবার বদ্রিনাথের মন্দির, থিমের চমকে আগের সবকিছুকে টেক্কা দিচ্ছে কলকাতার দুর্গাপুজো।
Durga Puja 2025: একেবারে দোরগড়ায় এসে পড়েছে বাঙালির সবচেয়ে বড় উতসব- দুর্গাপুজো। এবার শহর কলকাতায় একেবারে চমকপ্রদ সব পুজো অপেক্ষা করে আছে। শহরের পুজো উদ্যোক্তারা এবার যেন সবকিছু ঢেলে নিজেদের সেরাটা দিচ্ছেন। কোথাও AI, তো কোথাও আবার বদ্রিনাথের মন্দির, থিমের চমকে আগের সবকিছুকে টেক্কা দিচ্ছে কলকাতার দুর্গাপুজো।প্রতিবছরের মতো এবারও শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন দর্শকদের চমকে দিতে নিয়ে এসেছে ভিন্নধর্মী থিম ও শিল্পকর্ম। ২০২৫ সালে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে ২৮ সেপ্টেম্বর (ষষ্ঠী) থেকে ২ অক্টোবর (বিজয়া দশমী) পর্যন্ত। এবারের পুজোগুলিতে কখনও আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আবার কখনও প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের অনুপ্রেরণা,সবকিছু মিলিয়ে এক বৈচিত্র্যময় রূপ দেখা যাবে।
চলুন জেনে নেওয়া যাক এবার কলকাতার ১২টি সেরা থিমের পুজোর কথা:
১) টালা প্রত্যয়: বীজ অঙ্গন Tala Prataya (Centenary Year)
শতবর্ষে পা দিচ্ছে টালা প্রত্যয় দুর্গোৎসব। এবারের বিশেষ থিম— ‘বীজ অঙ্গন’, যা নতুন সূচনা ও বিকাশের প্রতীক। এই ভাবনাটিকে রূপ দিচ্ছেন শিল্পী ভবতোষ সুতার।
লোকেশন: বেলগাছিয়া, উত্তর কলকাতা।
২) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব: নিউ জার্সির অক্ষরধাম মন্দিরের প্রতিলিপি
নিউ জার্সির বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের প্রতিরূপ সাজিয়ে দর্শকদের আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাবে এই পুজো।
লোকেশন: লেকটাউন, দমদম।
৩) জগৎ মুখোপাধ্যায় পার্ক: AI – আশীর্বাদ না অভিশাপ
কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও আশঙ্কা—এই দ্বন্দ্ব নিয়েই তৈরি হয়েছে সমকালীন এই থিম। ডিজিটাল আর্ট ও অভিনব নকশা তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
লোকেশন: শ্যামবাজার, উত্তর কলকাতা।
৪) কলেজ স্কোয়ার: আঙ্কোর ভাট মন্দির
কম্বোডিয়ার বিখ্যাত আঙ্কোর ভাট মন্দির থেকে অনুপ্রাণিত এই থিম ইতিহাস ও শিল্পকে একসাথে তুলে ধরে।
লোকেশন: কলেজ স্ট্রিট, মধ্য কলকাতা।
৫) সন্তোষ মিত্র স্কোয়ার: অপারেশন সিঁদুর
দেশপ্রেমের বার্তা বহনকারী এই থিম ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।
লোকেশন: লেবুতলা, বৌবাজার। মধ্য কলকাতা।
৬) দেশপ্রিয় পার্ক: সবচেয়ে বড় দুর্গা
এক দশক পর আবারও হাজির হচ্ছে সুবিশাল দুর্গা প্রতিমা, যা দর্শকদের নস্টালজিক অভিজ্ঞতা দেবে।
লোকেশন: দেশপ্রিয় পার্ক (লেক মলের পাশে), দক্ষিণ কলকাতা।
৭) ত্রিধারা সম্মিলনী: চলো ফিরি- বদ্রিনাথ মন্দির
উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির ও পর্বতমালা থিম হিসেবে ধরা পড়েছে, যা দর্শকদের ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
লোকেশন: দেশপ্রিয় পার্কের পাশে।
৮) একডালিয়া এভারগ্রিন ক্লাব: আরুণাচলেশ্বর মন্দির
তামিলনাড়ুর মন্দিরশিল্পকে দক্ষিণ কলকাতায় নিয়ে আসছে এই থিম, যেখানে আধ্যাত্মিকতা ও আলো-সজ্জার মেলবন্ধন ঘটেছে।
লোকেশন: গড়িয়াহাট, বালিগঞ্জ।
৯) মুদিয়ালি ক্লাব: আত্মশুদ্ধি
বৌদ্ধ ভাবনায় অনুপ্রাণিত এই থিম দর্শকদের নিয়ে যাবে ধ্যান ও আত্মশুদ্ধির পথে।
লোকেশন: মুদিয়ালি, দক্ষিণ কলকাতা।
১০) চেতলা অগ্রণী: অমৃতকুম্ভের সন্ধানে
সমরেশ বসুর জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানাতে এবারের থিম ‘অমৃতকুম্ভের সন্ধানে’। বিশেষ আকর্ষণ হলো প্রায় ১ কোটি ২৬ লাখ রুদ্রাক্ষ দিয়ে তৈরি মণ্ডপ, যা এসেছে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে। বাংলার পাঁচ জেলার ২০০ জন শিল্পী বহুদিনের পরিশ্রমে এই অনন্য শিল্পকর্ম গড়ে তুলছেন।
লোকেশন- চেতলা, নিউ আলিপুর ব্রিজের পাশে। দক্ষিণ কলকাতা।
১১) বেহালা ক্লাব: মনচাষ
‘মনের চাষ’। এই থিমে উঠে এসেছে আধুনিক জীবনে হারিয়ে যাওয়া আড্ডা, সম্পর্ক আর মানবিকতার অভাব।
লোকেশন: বেহালা (হরিসভার মাঠ)।
১২) বড়িশা ক্লাব: শূন্য পৃথিবী
একসময় জনপ্রিয় সার্কাস শিল্পকে নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে এই থিমের মাধ্যমে, যেখানে আনন্দহীন পৃথিবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
লোকেশন: বড়িশা, বেহালা।
এক নজরে ১২টি পুজোর থিম
টালা প্রত্যয়- বীজ অঙ্গন
শ্রীভূমি স্পোর্টিং-নিউ জার্সির অক্ষরধাম মন্দিরে
জগতমিত্র পার্ক- AI: আশীর্বাদ না অভিশাপ
কলেজ স্কোয়ার-আঙ্কোর ভাট মন্দির
সন্তোষ মিত্র স্কোয়ার- অপারেশন সিঁদুর
দেশপ্রিয় পার্ক- বড় দুর্গা
ত্রিধারা- চলো ফিরি (বদ্রিনাথ মন্দির)
একডালিয়া এভারগ্রিন-আরুণাচলেশ্বর মন্দির
মুদিয়ালি ক্লাব-আত্মশুদ্ধি
চেতলা অগ্রণী- অমৃতকুম্ভের সন্ধানে
বেহালা ক্লাব- মনচাষ
বড়িশা ক্লাব- শূন্য পৃথিবী
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)