'No Entry' for Visitors in Durga Puja Pandals: ছোট বড় সমস্ত পুজো প্যান্ডেলে 'নো এন্ট্রি'-র নির্দেশ হাইকোর্টের

দর্শক শূন্য থাকবে পুজো মণ্ডপ। প্রতিটি পুজো মন্ডপ থাকবে কন্টেনমেন্ট জন। প্যান্ডেলের মধ্যে বাইরের লোকের ঢোকা নিষেধ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত ছোটো বড় পুজোর প্যান্ডেলেই 'নো এন্ট্রি' জানালো হাইকোর্ট। প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেড। লেখা থাকবে নো এন্ট্রি জোন।

কলকাতা হাইকোর্ট (Photo Credit: PTI)

কলকাতা, ১৯ অক্টোবর: দর্শক শূন্য থাকবে পুজো মণ্ডপ (Puja Mandap)। প্রতিটি পুজো মন্ডপ থাকবে কন্টেইনমেন্ট জোন। প্যান্ডেলের মধ্যে বাইরের লোকের ঢোকা নিষেধ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত ছোটো বড় পুজোর প্যান্ডেলেই 'নো এন্ট্রি' জানালো হাইকোর্ট। প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেড। লেখা থাকবে নো এন্ট্রি জোন।

ছোট মণ্ডপের ৫ মিটার এবং বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। মন্ডপে ১৫ থেকে ২৫ জনের বেশি নয়। আগে থেকে উদ্যোক্তাদের নামের তালিকা দিতে হবে। যে ৩৪ হাজার কমিটি অনুদান নিয়েছেন তাঁদের প্রত্যেকে হলফনামা দিতে হবে। পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল হাইকোর্ট। পাশাপাশি এদিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে অ্যাওয়ারনেশ ক্যাম্পেইন করতে হবে প্রশাসনকে। আরও পড়ুন, দৈনিক সংক্রমণ কমিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৫ লাখ

পুলিশ প্রশাসনকে এই নির্দেশ মেনে পরিচালনা করতে হবে। করোনা মহামারীতে দর্শকের ভিড় আটকাতে এই উদ্যোগ। তৃতীয়া থেকেই কিছু বড় প্যান্ডেলে ভিড় চোখে পড়েছে। যার জেরে বিরোধীরা এদিন বিষয়টির দিকে নজর দেওয়ার বিষয়ে হাইকোর্টে যান।



@endif