RG Kar Hospital Incident: মানা হয়নি দাবি, ২০ ঘন্টা পার জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচীর

একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত পুজো উদ্বোধন করতে, উৎসবে সামিল হতে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আমারণ অনশন ২০ ঘন্টা পেরিয়ে গেল।

দশ দফা দাবি নিয়ে প্রায় কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের আশ্বাসে তাঁরা বিক্ষোভ তুলে নিলেও নির্ধারিত সময়ে কোনও দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনের ফেরেন জুনিয়র চিকিৎসকেরা। গত ৩ অক্টোবর রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময়সীমা বেধে দিয়েছিলেব প্রতিবাদীরা। কিন্তু তারপরেও দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনের বসেন তাঁরা।

জানা যাচ্ছে, আপাতত জুনিয়র চিকিৎসক ফ্রন্টের ৬ সদস্যের প্রতিনিধি দল এসপ্ল্যানেডে অস্থায়ী মঞ্চ করে অনশনে বসেছেন। যেখানে রয়েছেন অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা ও পুল্যস্ত আচার্য। অন্যদিকে প্রতিবাদী চিকিৎসকরা কাজে ফিরলেও তাঁরা কোনও খাবার খাবেন না বলে জানিয়েছেন। রবিবার ধর্মতলার অনশন মঞ্চে এসেছিলেন কিঞ্জল নন্দা ও দেবাশিষ হালদাররা। সেখান থেকে তাঁরা জয়নগরের উদ্দেশ্যে রওনা দেন। জানা যাচ্ছে, কুলতলি মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।