Ghulam Nabi Azad: নয়া সমীকরণ! কলকাতায় এসে মমতার ভূয়সী প্রশংসা গুলাম নবি আজাদের
পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে তিনি আরও বলেন, "আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পশ্চিমবঙ্গে সবথেকে ভালো স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। এর জন্যও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই আমি।"
কলকাতা: শনিবার কলকাতায় (Kolkata) এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) ও তাঁর সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ (Former Congress MP) ও ডেমোক্রেটিক আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ (Democratic Azad Party chief Ghulam Nabi Azad)। তৃণমূল সরকারের (TMC Government) আমলে কলকাতা অনেক পরিচ্ছন্ন (clean) হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ বলেন, "আমি যখন যুব কংগ্রেসে (Youth Congress) ছিলাম তখন কলকাতায় এসেছিলাম। একসময়ে কলকাতা দেশের নোংরা শহরের (dirtiest city) মধ্যে প্রথমদিকে ছিল। কিন্তু, আজকে আমি দেখছি কলকাতা দেশের পরিচ্ছন্ন শহর। এর কৃতিত্ব মুখ্যমন্ত্রী, পৌরসভা (Municipal Corporation) ও কাউন্সিলারদের (Corporators)।"
পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে তিনি আরও বলেন, "আমি চিকিৎসকদের (doctors) সঙ্গে কথা বলেছি। বর্তমানে পশ্চিমবঙ্গে সবথেকে ভালো স্বাস্থ্য ব্যবস্থা (health system) রয়েছে। এর জন্যও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন (congratulate) জানাতে চাই আমি।"