Darjeeling: বছর শেষে পাহাড় প্রেমীদের জন্য খুশির খবর, দার্জিলিংয়ে চালু টয় ট্রেন
পাহাড়ে গিয়ে ট্রয় ট্রেনে না চড়লে, যেন অসম্পূর্ণ থেকে যায় গোটা ট্রিপ। তবে দীর্ঘ চারমাস ধরে পর্যটকদের হতাশ করেছে টয় ট্রেন।
কলকাতাঃ বাঙালির(Bengali) অন্য ভালবাসার নাম দার্জিলিং(Darjeeling)। আর দার্জিলিং মানেই তো টয় ট্রেন(Toy Train)! এই বিশেষ ট্রেনে চেপে পাহাড়ে ঘুরে বেড়াতে বেজায় ভালবাসেন পাহারপ্রেমীরা। পাহাড়ে গিয়ে ট্রয় ট্রেনে না চড়লে, যেন অসম্পূর্ণ থেকে যায় গোটা ট্রিপ। তবে দীর্ঘ চারমাস ধরে পর্যটকদের হতাশ করেছে টয় ট্রেন। কিন্তু বছরের শেষে খুশির খবর ভেসে এল পাহাড় প্রেমীদের জন্য। চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী টয়ট্রেন। সবুজ পতাকা নাড়িয়ে টয়ট্রেনের যাত্রার সূচনা করলেন রেলের ডিআরএম সহ আধিকারিকরা। দীর্ঘদিন টয় ট্রেন বন্ধ থাকায় পর্যটন ব্যবসায় ভাটা পড়েছিল। তাই টয়ট্রেন চালু হওয়ায় খুশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ও পর্যটন মহল। প্রসঙ্গত, মূলত সংস্কাররে জন্য বন্ধ রাখা হয়েছিল টয় ট্রেন পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, "প্রায় চার মাস ট্রয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল। এই সময়ে রেললাইনের সংস্কার হয়েছে, ফলে দুর্ঘটনার কোনও সম্ভবনা নেই।"
বছর শেষে পাহাড় প্রেমীদের জন্য খুশির খবর, দার্জিলিংয়ে চালু টয় ট্রেন