Cyclone Dana: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতায় ভারী বৃষ্টি; শক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় ডানা দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এর শক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। তবে তাঁর আগে ঘূর্ণিঝড় ডানার দাপটে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়া।

Cyclone dana In bengal (Photo Credit: X@PTI_News)

গতকাল রাতেই ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। সারারাত ধরে ল্যান্ডফল প্রক্রিয়ার পর এখন চলছে ডানার লেজের ঝাপটা।সকাল ৭ টা ১৫ মিনিটে ভারতীয় মৌসম ভবনের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে আর এক ঘণ্টা চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। তবে ডানার লেজের দাপটেও আজ(২৫ অক্টোবর, শুক্রবার) সারাদিনই প্রায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের বেশিরভাগ অংশ স্থলভাগে প্রবেশ করেছে।যত সময় এগোবে ঘূর্ণিঝড় ডানা দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এর শক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। তবে তাঁর আগে ঘূর্ণিঝড় ডানার দাপটে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়া।

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগণার ভিডিও-

গতকাল সকাল থেকেই ডানার দাপটে উপকূলীয় জেলাগুলিতে চলছিল বৃষ্টির দাপট। বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সকাল ৬ টা ৩০ মিনিট পর্যন্ত হলদিয়ায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবারে ৬৭ মিমি বৃষ্টি হয়েছে। দিঘায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৭ মিলিমিটার। আজ ভোর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ছে। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি। কলকাতায় যে র‍্যাডার আছে, সেই র‍্যাডার চিত্র অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেক জেলাতেই। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে দুপুরের পর ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে।

 

 



@endif