CV Ananda Bose: 'রাজভবনে আমি নিরাপদ নই,সাড়া মিলছে না মুখ্যমন্ত্রীর', প্রকাশ্যে বোমা ফাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

এই টানাপোড়েনের মাঝে গত রবিবার রাজভবনে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এরপর হিংসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি। সাফ জানান, হিংসাকে রুখতে হবে। তার বিরদ্ধে লড়াই করতে হবে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস (ছবিঃX)

কলকাতাঃ রাজভবন (Raj Bhavan) থেকে অবিলম্বে কলকাতা পুলিশের (Kolkata Police) নিরাপত্তা সরিয়ে নেওয়া হোক, এই দাবি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গেরর রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সোমবার, কলকাতা পুলিশ কর্তাদের রাজভবন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনকী রাজভবন থেকে কলকাতা পুলিশের নিরাপত্তা সরানোর জন্য নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান রাজ্যপাল। শুধু তাই নয়, রাজভবনের উত্তর দিকের গেটে থাকা পুলিশ ফাঁড়ি খালি করে সেখানে ‘‌জন মঞ্চ’‌ গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি, তাও জানান নিজের মুখেই। আজ, বুধবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, রাজভবনে তিনি নিরাপদ নন। বোসের কথায়, "আমি রাজভবনে নিরাপত্তার অভাব অনুভব করছি। রাজভবন থেকে কলকাতা পুলিশের নিরাপত্তা তুলে নেওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। কলকাতা পুলিশের অফিসার এবং তাঁর দলের উপস্থিতি আমার ব্যাক্তিগত নিরাপত্তার জন্য নিরাপদ নয়।" এখানেই শেষ নয়, আরও বলেন, "আমি রাজভবনে নিরাপদ নই চিঠির মাধ্যমে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। কিন্তু ওঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।" প্রসঙ্গত, এই টানাপোড়েনের মাঝে গত রবিবার রাজভবনে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এরপর হিংসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি। সাফ জানান, হিংসাকে রুখতে হবে। তার বিরদ্ধে লড়াই করতে হবে। বাংলাকে হিংসামুক্ত করার ডাক দিয়ে তিনি বলেন, "আমি শেষ পর্যন্ত লড়তে চাই। আমার সঙ্গে বাংলার ১০ কোটি ভাইবোন রয়েছেন।"