Coronavirus Cases in West Bengal: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৮২৫, মৃতের সংখ্যা ১৭২

রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা ২,৮২৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১,০০৬ জন। এদের মধ্যে ১,১৭৫ জনের শরীরে ভাইরাস সক্রিয় রয়েছে। কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। আজ প্রায় ৭,৬১৪ জনের করোনার পরীক্ষা করা হয়।

Representational Image | (Photo Credit: PTI)

কলকাতা, ১৮ মে: রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা ২,৮২৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ১,০০৬ জন। এদের মধ্যে ১,১৭৫ জনের শরীরে ভাইরাস সক্রিয় রয়েছে। কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। আজ প্রায় ৭,৬১৪ জনের করোনার পরীক্ষা করা হয়।

এদিকে কেন্দ্রের পথেই রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন (Lockdown 4.0) জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজ্যে নাইট কার্ফু (No Night Curfew) জারি হচ্ছে না, ৭ টার পর বেরোলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বুথ ভিত্তিক কন্টেনমেন্ট জোন তৈরি হবে। অর্থনৈতিক কর্মকান্ড চালু করতে ২১ মে থেকে খুলবে সব বড় বড় দোকান। মার্কেট খুলতে জোড়-বিজোড় পাস্ দেওয়ার সিদ্ধান্ত। অল্টারনেটিভ দিনে খুলবে দোকান। ২৭ মে থেকে ২ জন যাত্রী নিয়ে চলবে অটো (Auto)। খুলবে হকার্স মার্কেট (Hawkers Market), সামাজিক দূরত্ব মেনে চলবে বাস। খুলবে বিউটি পার্লার, সেলুনগুলিও। তবে সামাজিক দূরত্ব মানতে হবে। আরও পড়ুন,২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১০১, মৃত্যু ৬ জনের

সামাজিক দূরত্ব মেনে খুলবে হোটেলগুলিও। ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি অফিস। বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল কন্টেনমেন্ট জোনগুলিতে। তিনভাগে ভাগ করা হল কন্টেনমেন্ট জোন। A, B ও C, এ-অ্যাফেক্টেড জোন, বি-বাফার জোন ও সি-ক্লিন জোন। রাজ্যে সমস্ত জায়গায় উপরিউক্ত ব্যবস্থাগুলি নেওয়া হবে। তবে বাদ দেওয়া হবে কন্টেনমেন্ট জোনগুলিকে। মাস্ক ব্যবহারে অবশ্যিকতার কথাও ঘোষণা করেন তিনি।