CM Mamata Banerjee: উপনির্বাচনের আবহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, চারদিনে রয়েছে একাধিক কর্মসূচি
বাংলায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। তার আগেই আগামী সপ্তাহে চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। তার আগেই আগামী সপ্তাহে চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা যাচ্ছে, আগামী ১১ নভেম্বর, সোমবার রাতে দার্জিলিং পৌছবেন তিনি। ১২ তারিখ দুপুর ৩টে নাগাদ জিটিএ-র সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। পরেরদিন দুপুর ৩টে নাগাদ রয়েছে দার্জিলিং মেলার উদ্বোধন। এরপর বৃহস্পতিবার ফিরে আসবেন শিলিগুড়িতে। শুক্রবার অর্থাৎ ১৪ নভেম্বর তিনি চলে আসবেন কলকাতায়। যদিও এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর মাদারিহাট বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আগামী নির্বাচনে ৬টি কেন্দ্রের মধ্যে একমাত্র এই কেন্দ্রই বিজেপির দখলে রয়েছে। প্রার্থী রাহুল লোহারকে নিয়ে গত শুক্রবারই এলাকায় ভোটপ্রচার সেরেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাকি পাঁচ আসন তৃণমূলের ঘাটি হিসেবে পরিচিত হলেও এই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। ফলে তার আগে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত উত্তরবঙ্গবাসী।