Alapan Banerjee: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলে আগামী মুখ্য সচিব আলাপন ব্যানার্জি, টুইটারে ঘোষণা মমতার
আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে অবসর নিতে চলেছেন রাজীব সিংহ। প্রত্যাশামতোই তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি। আলাপনবাবু (Alapan Banerjee) মুখ্য সচিবের পদে এলে তাঁর জায়গায় স্বরাষ্ট্র দপ্তরের সচিবের দায়িত্ব পেতে চলেছেন বর্তমান অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী। একইভাবে অর্থ দপ্তরের সচিব হবেন মনোজ পন্থ। অন্যদিকে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়ার পর আগামী ৩ বছর রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদে থাকবেন রাজীব সিংহ। সোমবার এক টুইট বার্তায় রাজ্য প্রশাসনের সচিব স্তরে একগুচ্ছ বদলের বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে অবসর নিতে চলেছেন রাজীব সিংহ। প্রত্যাশামতোই তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি। আলাপনবাবু (Alapan Banerjee) মুখ্য সচিবের পদে এলে তাঁর জায়গায় স্বরাষ্ট্র দপ্তরের সচিবের দায়িত্ব পেতে চলেছেন বর্তমান অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী। একইভাবে অর্থ দপ্তরের সচিব হবেন মনোজ পন্থ। অন্যদিকে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়ার পর আগামী ৩ বছর রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদে থাকবেন রাজীব সিংহ। সোমবার এক টুইট বার্তায় রাজ্য প্রশাসনের সচিব স্তরে একগুচ্ছ বদলের বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই তিনি জানান, রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচ কে দ্বিবেদী।
মমতা ব্যানার্জির টুইট
এদিকে চাকরি জীবনের শুরুতে মহকুমাশাসক, আন্ডার সেক্রেটারি এবং একাধিক জেলার জেলাশাসক হিসেবে কাজ করেছেন আলাপন ব্যানার্জি। কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুর, পরিবহণ, শিল্প, এসএসএমই-এর মতো দপ্তরে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। স্বরাষ্ট্র সচিবের দায়িত্বের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরেরও দায়িত্বভার সামলেছেন তিনি। যাইহোক, রাজীব সিংহ পরবর্তী মুখ্যসচিব হিসেবে সরকার কাকে বেছে নেবে, তানিয়ে প্রশাসনিক মহলে বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও আলাপন ব্যানার্জি যে সম্ভাব্য মুখ্য সচিব, তা বেশ বোঝা গিয়েছিল। কারণ, রাজ্যে অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত আমলাদের মধ্যে আলাপনই সবচেয়ে অভিজ্ঞ। তা ছাড়া, আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের প্রশাসনিক ভার অভিজ্ঞ হাতে যাওয়াটাই স্বাভাবিক। সেদিক দিয়েও আলাপন অন্যদের চেয়ে এগিয়েছিলেন বলেই প্রশাসনের অন্দরে অনুমান। এ দিন নবান্ন সেই অনুমানেই সিলমোহর দিল। আরও পড়ুন-WB Governor Jagdeep Dhankhar: করোনাকালে আর্থিক সংকট, রাজভবনের গেরস্থালি চালাতে রাজ্যের কাছে অতিরিক্ত ৫৩ লাখ টাকা চাইলেন জগদীপ ধনখড়!
রাজ্য প্রশাসনের সচিব পর্যায়ের রদবদলের এক ঝলক:
- জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান সচিব হলেন রাজেশ পাণ্ডে।
- ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের প্রধান সচিবের দায়িত্বভার থাকছে রাজেশ পাণ্ডের কাঁধে।
- নতুন পরিবহন সচিব রাজেশ সিনহা।
- অর্থ সচিব হওয়ার পাশাপাশি ভূমি ও ভূমিসংস্কারের দায়িত্বে থাকছেন মনোজ পন্থ।
- তথ্য সংস্কৃতি সচিব পদে সান্ত্বনু বসু।
জানা গিয়েছে, এঁদের প্রত্যেকেই আগামী ১ অক্টোবর থেকে নতুন পদমর্যাদা অনুযায়ী কাজ শুরু করবেন। রাজ্য প্রশাসনের এহেন রদবদলের পর গোটা টিমকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।