CM Mamata Banerjee: কোন মন্ত্রী কোন অনুষ্ঠানে যাচ্ছেন তা সব জানাতে হবে মুখ্যমন্ত্রীকে, নয়া নির্দেশিকা জারি নবান্ন থেকে

CM Mamata Banerjee. (Photo Credits: X)

২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে দল বা সরকারের ভাবমূর্তি যেন কোনওভাবে নষ্ট না হয়, সেইজন্য এবার নিজেই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্নর তরফ থেকে রাজ্যের মন্ত্রীদের জন্য নয়া ফরমান জারি করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী কোনও অনুষ্ঠানে গেলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীর দফতরে আগে থেকে জানাতে হবে। মন্ত্রীরা সেই অনুষ্ঠানে যেতে পারবেন কিনা, তা বিবেচনা করে দেওয়া হবে অনুমোদন। সবক্ষেত্রে আবার অনুমোদন নাও মিলতে পারে। অর্থাৎ রাজ্যে মন্ত্রীরা কোথায় যাবেন না যাবেন তা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আসলে বিগত কয়েক বছরে রাজ্যের একাধিক মন্ত্রীরাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসছেন। অথবা এমন কোনও মানুষের সঙ্গে ছবি তুলছেন যাঁরা কোনও দুর্নীতিতে জড়িত। ফলে সেই কারণে নাম জড়াচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রীর। ফলে তাঁদের গণ্ডির মধ্যে বেধে রাখার চেষ্টা করা হচ্ছে।

আর কয়েকদিন বাদেই ২০২৫ পড়বে। আর তারপরেই ২৬-এর নির্বাচনের জন্য সলতেতে পাক দেওয়ার কাছ শুরু হবে। ফলে তার আগে যাতে কোনও নয়া বিতর্ক না শুরু হয়, সেইজন্য প্রশাসনিক স্তর থেকে এমন নির্দেশিকা জারি করা হয়ে বলে মত রাজনৈতিক মহলের।