Mamata Banerjee: ওদের এত জেদ কেন, যা বলবে তাই কি মানতে হবে? বৈঠকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

নবান্নের বৈঠক নিয়ে প্রস্তুত জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তার আগে মানতে হবে তাঁদের পাঁচটি দাবি। আর এই দাবি নিয়েই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee. (Photo Credits: ANI)

নবান্নের বৈঠক নিয়ে প্রস্তুত জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তার আগে মানতে হবে তাঁদের পাঁচটি দাবি। আর এই দাবি নিয়েই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দাবিগুলির মধ্যে অন্যতম ৩০ জনের প্রতিনিধি দলকে অনুমতি দিতে হবে, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠকটি লাইভ স্ট্রিমিং করা হবে। আরজি করের ঘটনার দিন যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং পুলিশ কমিশনারের পদত্যাগ। এই দাবিগুলি মানা হলেই তাঁরা নবান্নে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। তবে এই নিয়ে অন্যদিকে প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে শিল্প সংক্রান্ত একটি বৈঠক চলছিল। সেই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক আধিকারিক ছিলেন। সেখানেই জুনিয়র চিকিৎসকদের শর্তের কথা ওঠে। সবকিছু শুনে মুখ্যমন্ত্রী বলেন, "ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সবই কি আমায় মানতে হবে? আমি তো ওদের কথা শোনার জন্য সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে হবে। আরও একবার ওদের বোঝানো উচিত। গনতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে এভাবে কেউ নির্দেশ দিতে পারে না যে কোনও অফিসার থাকবে আর কে থাকবেন না"।

প্রসঙ্গত, আরজি হাসপাতালের ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত সেভাবে এগোয়নি। আর এর নেপথ্যে সিবিআইকে অসহযোগীতার অভিযোগ উঠে আসছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। যদিও প্রথম থেকেই এই অভিযোগ খারিজ করে আসছেন কলকাতা পুলিশ।