CM Mamata Banerjee: বাংলাকেই আপনার ঘর ভেবে নিন, ছট পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
ছটপুজো উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার দইঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেন সন্ধ্যা পুজোতেও।
ছটপুজো (Chhath Puja) উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার দইঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। যোগ দেন সন্ধ্যা পুজোতেও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, সিপি মনোজ কুমার ভার্মা সহ অনেকে। এদিনের ভাষণে সম্প্রীতি, ঐক্য নিয়ে জনগনের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছটপুজো উপলক্ষে একাধিক ঘাট সংস্কার করে দেওয়া হয়েছে। আমাদের সরকার আসার আগে কোনও ঘাটই সেভাবে রক্ষণাবেক্ষণ করা হত না। কিন্তু আমরা শুধুমাত্র কলকাতাতেই ১২৬টি ঘাট সংস্কার করেছি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আপনারা যাঁরা বাংলাতে রয়েছেন, তাঁদের ঘরও বাংলায় হওয়া উচিত। এই রাজ্যকে নিজের ঘর ভেবে নিন। যেখানে খাদ্য পাচ্ছেন, যেখানে শোয়ার জন্য ঘর পাচ্ছেন, যেখানে কর্ম আপনার, যেখানে আপনার বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন, সেখানেই তো আপনার ঠিকানা হওয়া উচিত। আপনাদের অন্য জায়গায় বাড়ি রয়েছে। সেখানে পরিবারকে টাকা পাঠান, মাঝেমধ্যে গিয়ে দেখে আসেন। ওখানেও আপনার বাসস্থান রয়েছে। তবে এই রাজ্যকেও নিজের ভেবে বসবাস করুন। আমরাও যখন অন্য রাজ্যে যাই তখন সেটাকেই নিজের রাজ্য ভেবে নিই। আপনারা এখানে স্বাধীনভাবে সমস্ত ধর্মের অনুষ্ঠান পালন করুন, রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে"।