CM Mamata Banerjee: ফেক ভিডিয়ো ধরিয়ে দিলেই পাবেন পুরস্কার, মিলতে পারে চাকরিও, পুজোর আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগর হোক বা আরজি কর কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলি নিয়ে একাধিক ফেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। আর সেই ভুয়ো ভিডিয়োর কারণে মানুষের মধ্যে জড়াচ্ছে বিভ্রান্তি।
জয়নগর হোক বা আরজি কর কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলি নিয়ে একাধিক ফেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। আর সেই ভুয়ো ভিডিয়োর কারণে মানুষের মধ্যে জড়াচ্ছে বিভ্রান্তি। এমনকী এই নিয়ে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ক্ষোভ উগরেও দিয়েছিলেন। আরজি কর কাণ্ডে ফেক ভিডিয়ো ছড়ানোর অভিযোগে একাধিক মানুষকে আটক করাও হয়েছিল। তবুও কমেনি এই প্রবণতা। রবিবার পুলিশ লাইনের পুজো উদ্বোধনে এসে এই নিয়ে আবারও মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফেক ভিডিয়ো সর্বোপরি সাইবার ক্রাইম নিয়ে বেজায় চটে রয়েছেন তিনি। আর তাই ফেক ভিডিয়োর চিহ্নিত করার জন্য বড়সড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, "আজকের দিনে এআইয়ের মাধ্যমে ফেক ভিডিয়ো বানানো হচ্ছে। আমার ছবি দেখতে পারবেন, আমার বক্তব্যও শুনতে পারবেন। কিন্তু ওটা আমি নই। ওটা এআই দিয়ে বানানো ফেক ভিডিয়ো। আমি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বলছি মেয়েরা নকল ভিডিয়ো দেখতে পেলে তাতে ফেক লিখে আপনাদের পাঠাবে। আপনারা সেই ভিডিয়ো দেখে পদক্ষেপ নেবেন। আমি বাংলার মেয়েদের বলছি, ভুয়ো ভিডিয়ো দেখলেই ফেক লিখে পুলিশকে পাঠিয়ে দিন। সেটা ফেসবুক বা এক্স, যেখানেই দেখতে পাবেন পুলিশকে পাঠাবেন। ছেলেরা খুব ব্যস্ত থাকে, ওদের সময় হয় না। তাই আপনাদের দায়িত্ব দিচ্ছি"।
এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা এই ভিডিয়ো পাঠাবেন তাঁদের পুরস্কার দেওয়া হবে। তাঁদের জন্য একশোটি পুরস্কার থাকবে। এছাড়া তাঁদের কাজ দেখে চাকরিও দেওয়া যাবে। আপনারাই পারবেন ফেক ভিডিয়ো সনাক্ত করতে। সবার দ্বারা সবকিছু হয় না"।