West Bengal Weather Update: নবমীতেও মুখ ভার আকাশের, উমা বিদায়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
বৃষ্টি (Heavy Rain) যেন দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না। পুজোর আগে কলকাতা ভেসেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলমগ্ন ছিল। পুজোতেও রেহাই মিলবে না, আগেই তার পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
কলকাতা, ১৪ অক্টোবর: বৃষ্টি (Heavy Rain) যেন দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না। পুজোর আগে কলকাতা ভেসেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলমগ্ন ছিল। পুজোতেও রেহাই মিলবে না, আগেই তার পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এর সঙ্গে জুড়েছে নিম্নচাপ, যা তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগরে। প্রথমে উত্তর আন্দামান সাগরে ঘুর্ণাবর্ত তৈরি হওয়ার পর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর না হলেও তার প্রভাব রাজ্যের উপকূলবর্তী এলাকায় পড়বে। তাই নবমী এবং দশমীতে কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী, সপ্তমীতে ঝকঝকে রোদ্দুর, সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিতে নতুন জামাকাপড় পরে ঘেমেনেয়ে একসা হয়েও পথে বেরিয়েছিল উৎসব প্রিয় বাঙালি। আরও পড়ুন-TMC: গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গাঁওকর তৃণমূলের পথে
এদিকে অষ্টমীর সকাল থেকেই রোদ্দুর উধাও। মেঘে ঢাকা আকাশ মন খারাপের কারণ হলেও বৃষ্টির দেখা সেবাবে মেলেনি। বরং আদ্রতায় অস্থির হয়ে পড়ে জনজীবন। সন্ধেতে সামান্য বৃষ্টি হলেও রাতে রাস্তায় পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মধ্যরাতে মুষলধারায় বৃষ্টি হয়েছে। এদিকে নবমীর সকালেও আকাশের মুখভার। এখন বৃষ্টি শুরু না হলেও বেলার দিকে যে অঝোর ধারায় ঝরবে না, তার কোনও নিশ্চয়তা নেই।