Junior Doctors Protest: অভয়াকাণ্ডের ১০০ দিন পার, শ্যামবাজারে মশাল মিছিল করলেন জুনিয়র চিকিৎসকেরা

রবিবার আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনার ১০০ দিন পেরোলো। গত অগাস্ট মাসে হওয়া এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ছিল শহর কলকাতা।

রবিবার আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনার ১০০ দিন পেরোলো। গত অগাস্ট মাসে হওয়া এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ছিল শহর কলকাতা। প্রতিবাদের আঁচ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে পড়েছিল। বিক্ষোভে নেমেছিলেন প্রচুর মানুষ। কলকাতায় রাত দখলের কর্মসূচিও হয়েছিল। জুনিয়র চিকিৎসক সংগঠন ও আমজনতার প্রতিবাদের জেরে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন গ্রেফতার হন।

এই ঘটনার আজ পেরোলো ১০০ দিন। এখনও এই ঘটনার অনেক রহস্যই উদঘাটন হয়নি। ফলে এখনও যে এই নিয়ে প্রতিবাদ চলবে, সেটা রবিবার বুঝিয়ে দিলেন প্রতিবাদীরা। আর তাই আজ রাতে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশে বিক্ষোভ মশাল হাতে দেখান জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল হন আমজনতার একাংশ। স্বাভাবিকভাবেই এই প্রতিবাদ মিছিলের কারণে ছুটির দিনেও শ্যামবাজার চত্বরে যানজটও হয়েছে।



@endif