West Bengal Weather Forecast:নিম্নচাপের জেরে বাংলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস, মঙ্গল দিনভর কেমন থাকবে আবহাওয়া?
২৪ সেপ্টেম্বর থেকে টানা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।
কলকাতাঃ বঙ্গোপসাগরে(Bay of Bengal) ফের নিম্নচাপের হুঁশিয়ারি। যার জেরে মঙ্গলবার(Tuesday) দিনভর কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে(District) বজ্রবিদ্যুৎসহ(Thunderstorm) বৃষ্টির(Rain) পূর্বাভাস। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে মঙ্গলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপটি এখনও বাংলার উপকূল থেকে অনেকটাই দূরে। আজ, সারাদিন আংশিক মেঘলা থাকবে বাংলার আকাশ। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছাকাছি। তবে সোমবার বিকেলের পর থেকে প্যাচপ্যাচে গরম থেকে খানিকটা রেহাই পেয়েছে বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ২৪ সেপ্টেম্বর থেকে টানা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বলা চলে পুজোর আগেই বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। মঙ্গল থেকে ক্রমে এই নিম্নচাপটি বাংলার দিকে ধেয়ে আসার পূর্বাভাস রয়েছে। যত এটি বাংলার দিকে এগিয়ে আসবে ততই বাড়বে বৃষ্টি।
পুজোর আগেই বৃষ্টিতে ভিজবে বাংলা