West Bengal Weather Forecast:ষষ্ঠীর কাঁটা বৃষ্টি? জেনে নিন দিনভর কেমন থাকবে আবহাওয়া
ষষ্ঠী দিনভর কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে ইতিমধ্যেই বাঙালির মনে চিন্তা শুরু হয়ে গিয়েছে তা বলা যেতেই পারে।
কলকাতাঃ ষষ্ঠীর (Sashthi)কালে কোথাও মেঘালা আকাশ(Sky), কোথাও আবার চড়া রোদ। আর অন্যদিকে আদ্রতাজনিত কারণে অব্যাহত অস্বস্তি। ষষ্ঠী দিনভর কেমন থাকবে আবহাওয়া(Weather) তা নিয়ে ইতিমধ্যেই বাঙালির(Bengali) মনে চিন্তা শুরু হয়ে গিয়েছে তা বলা যেতেই পারে। তবে ষষ্ঠীতে খুব একটা স্বস্তির খবর শোনাল লা হাওয়া অফিস। এ দিন দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (Rain)সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে। যার জেরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই ছ'টি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়ার বিভিন্ন জায়গাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকলেও থাকতে পারে।
ষষ্ঠীর কাঁটা বৃষ্টি? জেনে নিন দিনভর কেমন থাকবে আবহাওয়া