West Bengal Assembly: বিধানসভায় ধুন্ধুমার, তৃণমূল বিধায়কের নাক ফাটা থেকে রক্তারক্তি কাণ্ড-শুভেন্দুদের সাসপেন্ড হওয়া, কী কী হল
বীরভূমের বগটুইকাণ্ড নিয়ে আজ, সোমবার বিধানসভায় ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড। তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়।
কলকাতা, ২৮ মার্চ: বীরভূমের বগটুইকাণ্ড নিয়ে আজ, সোমবার বিধানসভায় ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড। তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম থাকে রাজ্যে বিধানসভা। বিধানসভায় রক্তারক্তি কাণ্ড নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে খোঁজ নেন পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডের জন্য রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে ভর্ৎসনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনাকে অনভিপ্রেত অ্যাখা দেন স্পিকার। স্পিকারের বক্তব্য শেষ হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তারপরেই দু দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর ঘুষিতে নাক ফেটে রক্ত ঝরতে থাকে চুঁচুঁড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)।
বীরভূমে রামপুরহাটের বগটুই কাণ্ডের জেরে রাজ্যে বিধানসভায় তুমুল গন্ডগোল, বিক্ষোভে, অশান্তি। আজ, সোমবার এই পর্বের বিধানসভা (West Bengal Assembly) অধিবেশনের শেষ দিনে অশান্তি বাঁধানোর অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি-র পাঁচ বিধায়ককে। আরও পড়ুন: 'রাজ্যে খুন, ধর্ষণ বাড়ছে', বিধানসভায় ধুন্ধুমারের পর অভিযোগ বিজেপির, দেখুন ভিডিয়ো
দেখুন বিজেপি নেতা অমিত মালভ্যের টুইটে পোস্ট করা ভিডিও
আগামী বছর বাজেট অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ বিজেপির ৫ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া বিধায়কদের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী,দীপক বর্মা, মনোজ টিগ্গা, দীপক বর্মা, নরহরি মাহাত, শংকর ঘোষ।