Halisahar, CBI: চিটফান্ড কাণ্ডে সিবিআই তল্লাশি এবার তৃণমূল বিধায়কের বাড়িতে, টাকার উৎস খুঁজতে মরিয়া CBI

সিবিআই তল্লাশি এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী-র বাড়িতে।

CBI

কলকাতা, ৪ সেপ্টেম্বর: চিটফান্ড তদন্তে আরও মরিয়া হয়ে নামল সিবিআই। হালিশহর পুরসভার চেয়ারম্যানের গ্রেফতারির পর এবার বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই তল্লাশি এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী-র বাড়িতে। সিবিআইয়ের দাবি, চিটফান্ড কেলেঙ্কারিতে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি-র গ্রেফতারির পর জেরায় উঠে এসেছিল বীজপুরের তৃণমূল বিধায়কের নাম। সুবোধ অধিকারীর পাশাপাশি কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী-র বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। সুবোধের ভাই কমলের বাড়িতেও গিয়েছিল সিবিআইয়ের দল।

পাশাপাশি আরও কয়েক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। চিটফান্ড-কাণ্ডে টাকার উৎস খুঁজতেই সিবিআইয়ের এই অভিযান বলে মনে করা হচ্ছে। সুবোধ এবং কমল দু'জনেই হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির 'ঘনিষ্ঠ' বলে সিবিআই সূত্রে খবর। রাজু সাহানিকে  গ্রেফতারের পর জেরা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছে সিবিআই। অন্তত এমনটাই দাবি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের। আরও পড়ুন-

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, পশ্চিমবঙ্গ সরকারকে সাড়ে ৩ হাজার কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল

সিবিআই তল্লাশি নিয়ে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী সংবাদমাধ্যমে বলেন, "সিবিআই-এর কাজ সিবিআই করছে। চিটফান্ডে জড়িত থাকলে আমার নাম থাকবে। রাজু সাহানির জড়িত থাকার বিষয়টা লজ্জাজনক। কোনওদিন কিছু বলেনি।"