Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম পার্ট ১, ২০১৯ অনার্স ও জেনারেলের ফলপ্রকাশ
ধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) বি.কম (B.Com) অর্থাৎ কমার্স স্নাতকের ফলপ্রকাশ পেয়েছে। অনার্স (Honours) ও জেনারেল (General) দুটি বিষয়েরই ফলপ্রকাশ পেয়েছে। ফলপ্রকাশ পেয়েছে বি.কম পার্ট ১-র (B.Com Part I)। গতকাল বিকেল ৪ টায় ফলপ্রকাশ পায়। West Bengal Examination results 2019 ওয়েবসাইটে গিয়ে ফল দেখা যাবে। ওয়েবসাইটটি হল wbresults.nic.in।
কলকাতা, ১২ ডিসেম্বর: বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) বি.কম (B.Com) অর্থাৎ কমার্স স্নাতকের ফলপ্রকাশ পেয়েছে। অনার্স (Honours) ও জেনারেল (General) দুটি বিষয়েরই ফলপ্রকাশ পেয়েছে। ফলপ্রকাশ পেয়েছে বি.কম পার্ট ১-র (B.Com Part I)। গতকাল বিকেল ৪ টায় ফলপ্রকাশ পায়। West Bengal Examination results 2019 ওয়েবসাইটে গিয়ে ফল দেখা যাবে। ওয়েবসাইটটি হল wbresults.nic.in।
বি.কম পার্ট ১, ২০১৯ অনার্স ও জেনারেলের ফল দেখার জন্য-
আরও পড়ুন, এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার
১) West Bengal Examination results 2019 ওয়েবসাইটে যেতে হবে।
২) ‘B.Com Part-I (Honours/General) Examination, 2019 (under 1+1+1 System)’ এই লিঙ্কে ক্লিক করুন।
৩) সেখানে গিয়ে নিজের রোল নম্বর টাইপ করে সাবমিট করুন।
৪) তাহলেই ফলাফল দেখা যাবে।
৫) প্রিন্ট আউট নিন অথবা সেভ করে রাখুন।
গত ৩ ডিসেম্বর বি.এ এবং বি.এসসি পার্ট-১ ফলপ্রকাশ হয়েছিল।