Calcutta High Court: তিন পুরসভায় ২ বছর আগেই মেয়াদ শেষ, নির্বাচন নিয়ে নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের
কার্শিয়াং, কালিম্পং, মিরিক উত্তরবঙ্গের তিন পুরসভায় ২০১৭ সালের ১৪ মে শেষ নির্বাচন হয়ছিল। সেই নির্বাচনের মেয়াদ ৫ বছর পর অর্থাৎ ২০২২-এ শেষ হয়ে যায়।
কার্শিয়াং, কালিম্পং, মিরিক উত্তরবঙ্গের তিন পুরসভায় ২০১৭ সালের ১৪ মে শেষ নির্বাচন হয়ছিল। সেই নির্বাচনের মেয়াদ ৫ বছর পর অর্থাৎ ২০২২-এ শেষ হয়ে যায়। কিন্তু তারপর বিভিন্ন টালবাহানার মধ্যে এই তিন পুরসভায় নির্বাচন হয়নি। ১৩ মার্চ ২০২২-এ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও কোনও এক অজ্ঞাত কারণে নির্বাচন হয়নি এই তিন জায়গায়। আর এই নিয়ে মামলা গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার এই মামলায় নির্বাচনের জন্য আগামী ৬ সপ্তাহের মধ্যে মামলাকারীর আবেদনের বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে পুর ও নগর উন্নয়ন দফতরকে। সেই সঙ্গে এই তিন পুরসভায় কবে নির্বাচন হবে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সম্প্রতি এই তিন পুরসভা নিয়ে জনস্বার্থ মামলা করা হয়ছিল। সেই মামলাতেই বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানিতে প্রশ্ন করা হয় কেন এই পুরসভাগুলিতে এতদিন ধরে নির্বাচন হয়নি। মামলকারী জানিয়েছেন, এমনকী মেয়াদ পেরিয়ে যাওয়ার অন্তত ছয়মাস আগে আগামী নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার পরেও নির্বাচন হয়নি। প্রায় আড়াই বছর হতে চলল এই জায়গাগুলিতে নির্বাচন সংক্রান্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই দ্রুত নির্বাচন করানোর দাবি জানিয়ে এই মামলা করা হয়।