Islampur: যাত্রী প্রতিক্ষালয়ে সজোরে ধাক্কা মারল বাস, ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু শিশু সহ ২
শনিবার দুপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল ইসলামপুরে। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রী প্রতিক্ষালয়ে।
শনিবার দুপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল ইসলামপুরে (Islampur)। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রী প্রতিক্ষালয়ে। আর তাতেই মৃত্যু ঘটে দুজনের। যার মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ৮ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের পরিবার ও এলাকাবাসীরা অভিযুক্তের গ্রেফতারের দাবিকে পথ অবরোধ করেছে বলে জানা গিয়েছে। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
জানা যাচ্ছে, শনিবারর বিকেলে দিকে যাত্রী প্রতিক্ষালয়ে এক মহিলা তাঁর দুই মেয়েকে নিয়ে ও এক ব্যক্তি টোটোতে বসে অপেক্ষা করছিলেন। সেই সময়ই একটি বেসরকারি বাস যাত্রী প্রতিক্ষালয়ে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ৫ বছর বয়সী সোমা মণ্ডল ও বছর ২২-এর শম্ভূ দাসের মৃত্যু হয়। সোমা ওই এলাকারই বাসিন্দা। এবং শম্ভূ টোটোতে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। যদিও ঘটনায় বাসের চালককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।