Buddhadeb Bhattacharya Return Home: ১১দিন পর বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে বিজ্ঞপ্তি জারি (দেখুন ছবি)

মঙ্গলবারই বেলার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের ঘর ঘুরে দেখে এসেছে। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় থাকবে চিকিৎসার সরঞ্জাম, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা।

Buddhadeb Release Photo Credit: Twitter@abirghoshal Twitter@htTweets

১১দিন পর বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেসরকারী হাসপাতালের তরফে চিকিৎকসরাই জানিয়ে দিয়েছেন, বুদ্ধবাবুর আদতে জায়গাটাই বদল হচ্ছে। অর্থাৎ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন, কিন্তু সেখানেও তাঁর ওপর মেডিক্যাল টিমের মনিটারিং, সুপারভিশনেই থাকবে।গত শনিবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়েছে বুদ্ধবাবুর। এরপরেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবেন চিকিৎসকরা।

মঙ্গলবারই বেলার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের ঘর ঘুরে দেখে এসেছে। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় থাকবে চিকিৎসার সরঞ্জাম, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা।বুদ্ধদেবের জন্য নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। ঘরে রাখা হবে ‘কার্ডিয়াক মনিটর’ , যাতে অক্সিজেনের মাত্রা ওঠানামা, রক্তচাপ, হৃদস্পন্দন সবটাই নজরে রাখতে পারবেন চিকিৎসকরা। ওষুধ খাওয়ানো ও প্যারামিটার দেখার জন্য নার্স থাকবেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই। সেখানেই ফিজিওথেরাপি চলবে  তাঁর।

Former Chief Minister Buddhadeb Bhattacharya discharged from woodlands Hospital today . pic.twitter.com/DFrOmwNfOa