Barasat: বারাসত মেডিকেল কলেজের ভ্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দেহাংশ, হাড়হিম দৃশ্য দেখে আঁতকে উঠলেন সাধারণ মানুষ
এবার মানব দেহের খণ্ড বিখণ্ড অংশ উদ্ধার হল খোদ সরকারি হাসপাতালের সামনে থেকে। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভ্যাট থেকে উদ্ধার হয়েছে দেহাংশ
এবার মানব দেহের খণ্ড বিখণ্ড অংশ উদ্ধার হল খোদ সরকারি হাসপাতালের সামনে থেকে। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের (Barasat Govt Medical College) সামনে ভ্যাটের মধ্যে থেকে উদ্ধার হল কাটা মাথা, হাত, চোখ, চোখ, পায়ের টুকরো সহ একাধিক জিনিস। এদিন সকালে সাফাই কর্মচারী নোংরা নিয়ে গিয়ে ভ্যাটে ফেলতে গিয়ে প্রথম দেখতে পায় দেহাংশগুলি। আতঙ্কিত হয়ে সাফাই কর্মচারী সংশ্লিষ্ট সুপারভাইজারকে গোটা বিষয়টি জানান। তিনি আবার খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এমনকী অধ্যক্ষ সুহৃতা পালের কানেও খবরটি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে দেখাতে আসা রোগী ও তাঁদের আত্মীয় পরিজনেরা। তবে দিন গড়াতেই স্পষ্ট হল এটা কোনও বেওয়ারিশ লাশের দেহাংশ নয়। বরং এটি মেডিকেল কলেজের পড়ুয়াদের প্র্যাকটিকাল জন্য ব্যবহার করা মানুষের দেহের অংশ। এই দেহাংশের সমস্ত তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে জানা গিয়েছে। তবে দেহাংশগুলি এভাবে পড়ে রয়েছে কেন তার সদুত্তর এখনও মেলেনি। পরে অবশ্য সাফাই কর্মচারীরা সেগুলি সরিয়ে নিয়ে যায়।